WB College Admission 2025: অনলাইন পোর্টাল চালুর পরই রেকর্ড আবেদন! ভর্তিতে চ্যাটবটের ভূমিকা নজরকাড়া।

WB College Admission 2025: গতকাল ১৮ই জুন ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ১৭ই জুন এই পোর্টালের উদ্বোধন করেন। তারপর থেকেই ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারছেন। এই বছর ভর্তির প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে- কতজন ইতিমধ্যেই আবেদন করেছেন, কোন কোন বিশ্ববিদ্যালয় এই পোর্টালের আওতায় নেই, এমন নানা প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে।

অনলাইন পোর্টাল চালু হতেই প্রবল সাড়া

অনলাইন পোর্টাল খোলার পর প্রথম দুই ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন কলেজে প্রায় ৮০টি আবেদন জমা পড়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছিল যে , কবে শুরু হবে কলেজে ভর্তি? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।

Read More: একাদশ শ্রেণির ভর্তি ও ৩য় সেমেস্টারের সময়সূচি নিয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের! জানুন বিস্তারিত।

পোর্টালের মাধ্যমে কী কী সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা?

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৪৬০টি কলেজে আবেদন করা যাবে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের (https://wbcap.in) মাধ্যমে। প্রত্যেক পড়ুয়া সর্বোচ্চ ২৫টি কলেজে ও নিজের পছন্দমতো বিষয়ে আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো- এই আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা (WB College Admission 2025)

  1. প্রথম পর্যায়ে আবেদনের সময়সীমা: ১৮ জুন থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত।
  2. দ্বিতীয় পর্যায় শুরু হবে: ২ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫

কোন বিশ্ববিদ্যালয়গুলিতে পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে না?

  1. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় – নিজস্ব এন্ট্রান্স পরীক্ষার ভিত্তিতে ভর্তি নেওয়া হয়।
  2. যাদবপুর বিশ্ববিদ্যালয় – আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে।
    এছাড়াও, আরও কিছু বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রীয় পোর্টালের আওতায় নেই।

কোন বিষয়ে সবচেয়ে বেশি আবেদন?

WB College Admission 2025 প্রথম দিন মাইক্রোবায়োলজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে- ৮০ জনের মধ্যে ২০ জন এই বিষয় বেছে নিয়েছেন। বিবিএতে আবেদন করেছেন ১৩ জন এবং ইংরেজিতে ১২ জন।

ক্লাস কবে থেকে শুরু হবে?

WB College Admission 2025 শিক্ষাবর্ষে কলেজ ক্লাস শুরু হবে আগামী ১লা আগস্ট থেকে।

আবেদন করার ধাপসমূহ

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  3. পছন্দমতো বিষয় ও কলেজ নির্বাচন করে আবেদনপত্র জমা দিতে হবে।
  4. প্রয়োজনে সময়সীমার মধ্যে বিষয় ও কলেজ পছন্দ বদলানো যাবে।

নতুন সংযোজন: এআই চ্যাটবট “বীণা”

ছাত্রছাত্রীদের সুবিধার্থে পোর্টালে যুক্ত হয়েছে “বীণা” নামক AI চ্যাটবট, যার মাধ্যমে ভর্তি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে। নির্দিষ্ট সময়ে পোর্টাল থেকেই মেধা তালিকা প্রকাশিত হবে, এবং অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে

Leave a Comment