CCI Recruitment 2025: কটন কর্পোরেশনে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে সর্বোচ্চ বেতন ৯০,০০০/- টাকা।

CCI Recruitment 2025: ভারতীয় কটন কর্পোরেশনে দুর্দান্ত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ১৪৭ টি শুন্য পদে ২০২৫ সালের জন্য একাধিক বিভাগের ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে চাকরিপ্রার্থীদের জন্য অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ করে দিয়েছেন কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। CCI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ০৯/০৫/২০২৫ থেকে ২৪/০৫/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আর মাত্র কয়েকদিন পরেই এই পদের আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। তাই চাকরিপ্রার্থীরা একেবারেই শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। আজকের প্রতিবেদন থেকে অত্যন্ত সহজ ভাষায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সম্পূর্ণ আবেদনের পদ্ধতি জেনে নিয়ে তাড়াতাড়ি আবেদনটি সেরে ফেলুন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগ কারী সংস্থাকটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা CCI
পদের নামম্যানেজমেন্ট ট্রেনি
শূন্য পদের সংখ্যা১৪৭ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৪/০৫/২০২৫

Read More: কৃষকদের জন্য দারুন সুখবর! কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাবে নতুন ভর্তুকি।

পদের বিবরণ (CCI Recruitment 2025)

কটন করপরেশন অফ ইন্ডিয়ায় বিভিন্ন গ্রুপ সি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এই কর্মক্ষেত্রে মার্কেটিং, অ্যাকাউন্টস, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং কটন টেস্টিং ল্যাবের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ট্রেনি হিসাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

মার্কেটিং– মার্কেটিং বা তার সমতুল্য বিষয়ের উপর MBA ডিগ্রি।

অ্যাকাউন্টস– স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে CA/ICWA/M.Com অথবা এর সমতুল্য ডিগ্রি।

জুনিয়র কমার্শিয়াল এক্সজিকিউটিভ– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কৃষিবিদ্যা বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট– B.Sc, ডিপ্লোমা অথবা সমতুল্য ডিগ্রী।

বয়স সীমা (CCI Recruitment 2025)

চাকরিপ্রার্থীদের জন্য নূন্যতম ১৮ বছর থেকে এখানে নিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

মাসিক বেতন (CCI Recruitment 2025)

অ্যাকাউন্টস এবং মার্কেটিং বিভাগের ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ৩০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,২০,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন। অপরদিকে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত কর্মীদের জন্য ২২,০০০/- টাকা থেকে ৯০,০০০/- টাকার বেতন সীমা নির্ধারণ করা হয়েছে।

How To Apply For CCI Recruitment 2025?

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তাদের যোগ্যতা মিলিয়ে নিয়ে www.cotcorp.org.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাবেন। অনলাইনে সঠিক পদ্ধতি মেনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপরে অবশ্যই আবেদন মূল্য জমা করলে তবেই আবেদন গ্রহণ করা হবে।

আবেদন মূল্য

GEN/EWS/OBC১৫০০ টাকা
SC/ST৫০০ টাকা

আবেদনের শেষ তারিখ– ২৪/০৫/২০২৫

Important Links

CCI Recruitment 2025Click Here
LoginClick Here
Apply OnlineApply Now
Official NotificationDownload Now

Leave a Comment