১ লক্ষ ৪২ হাজার টাকা পর্যন্ত বেতনে কৃষি দপ্তরে চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে কৃষি দফতরে কর্মী নিয়োগের (Agriculture Department Recruitment 2024) বিজ্ঞপ্তি। যে সকল চাকরি দীর্ঘদিন ধরে একটি ভাল চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি একটি ভালো সংবাদ। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে গ্রুপ ‘বি’ লেভেলের পদে করা হবে কর্মী নিয়োগ।

 নিয়োগকারী সংস্থা (Name of the Recruitment Board): 

কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের (Department of Agriculture and Farmers Welfare) তরফ থেকে গ্রুপ ‘B’ লেভেলের পদে করা হবে কর্মী নিয়োগ।

পদের নাম (Name of the Post): 

কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফ থেকে Agricultural Engineer পদে করা হবে কর্মী নিয়োগ।

মাসিক বেতন (Monthly Salary): 

সংশ্লিষ্ট পদে নিয়োগের পর প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: LIC আপনার জমা রাখা টাকা নিয়ে কী করে জানেন? রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (Application Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফর্মটি কৃষি এবং কৃষি কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.farmech.dac.gov.in এবং ফার্ম এবং মেশনারি ট্রেনিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ওয়েবসাইট fmttibudni.gov.in, nrfmtti.gov.in, srfmtti.dacnet.nic.in, srfmtti.nic.in থেকে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

আরও পড়ুন: IPL 2024: কোন ভারতীয় তারকা ক্রিকেটাকরের কোনো জার্সি নম্বর ছিল না জানেন? কারণ জানলে চমকে যাবেন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে। আবেদনের যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.farmech.dac.gov.in-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

আবেদনের সময়সীমা (Last Date of Application): 

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার দিন থেকে ৬০ দিন অবধি আগ্রহী আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে 1 এপ্রিল অর্থাৎ আবেদনকারী আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ৩০ মে তারিখ অবধি আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক

👉 WhatsApp গ্রুপে যুক্ত হন