Primary TET: প্রাথমিক টেটের ফল নিয়ে বিরাট খবর সামনে এলো! জেনে নিন বিস্তারিত
Primary TET (Teacher Eligibility Test) 2023 পরীক্ষার ফল জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে। ২৪ শে ডিসেম্বর, ২০২৩ প্রাইমারি টেট পরীক্ষাটি আয়োজিত হয়েছিল। কিন্তু প্রায় সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরীক্ষার ফল এখনও বেরোয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশিত হতে পারে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, কিছুদিন আগে প্রাইমারি টেট ২০২৩ এর আনসার কি (Answer Key) প্রকাশিত হয়েছিল। তারপর আনসার কি নিয়ে চ্যালেঞ্জ করার ডেট দেওয়া হয়েছিল। সদ্যই আনসার কি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে। তারপরেই ফল ঘোষণা করা হবে।
গৌতম পাল মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরেই বছরে দু’বার টেট পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছিলেন। সেই মতো দ্বিতীয় বার পরীক্ষা নেওয়া হয়েছিল ২৪ শে ডিসেম্বর, ২০২৩।
২০২৩ সালে টেট পরীক্ষার্থীর সংখ্যা ২০২২ সালের তুলনায় ৫০ শতাংশ কম ছিল। মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন ফর্ম ফিল আপ করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ৭ ই মে পরীক্ষার আনসার কি প্রকাশ করা হয়েছিল। কোনও পরীক্ষার্থীর যদি কোনও প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেই কারণে আনসার কি চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়েছিল। আনসার কি চ্যালেঞ্জ করার জন্য ১০ ই মে থেকে ৯ ই জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর সমস্ত কিছু যাচাই করে চূড়ান্ত আনসার কি কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। তারপরেই পরীক্ষার ফল ঘোষণা করা হবে এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষেরও বেশি ছিল। তার তুলনায় ২০২৩ সালে টেট পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে, এই বছর শুধু ডিএলএড পাস উত্তীর্ণরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিলেন, বিএড পাস উত্তীর্ণরা পারেননি সেই জন্যই সংখ্যাটা এই বছর অনেকটা কমে গেছে।