Make Money: গরমের মরশুমেও এই ভাবে দ্বিগুণ লাভ হবে! বইবে টাকার বন্যা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে চাকরি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন ব্যবসার দেশে। আবার অনেকে চাকরির পাশাপাশি ব্যবসা (Business) করছেন সেকেন্ড ইনকাম হিসেবে। ট্র্যাডিশনাল ব্যবসা ছাড়া অনেকে নিজের শখ-শৌনতাকে কাজে লাগিয়েও উপার্জন করে থাকেন। এতে যেমন আপনার ভেতরে শিল্পী মানুষটি সুখী থাকে, তেমনি রোজগারের পথ খুলে যায়।

বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা ধরন ক্রমশ বদলাচ্ছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের সৌখিনতা। ঘর সাজানো থেকে শুরু করে নিজেকে সাজানো, প্রিয় মানুষ কে উপহার দেওয়া শুরু থেকে কারোর বিশেষ দিনে অভিনন্দন জানানো – প্রতিটা ক্ষেত্রেই বাড়ছে ফুলের চাহিদা। তাই ফুলের চাষ হলো অন্যতম একটি লাভজনক ব্যবসা।

বাজারে কোন ফুলের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, সেই দিকে একটু নজর রাখলে এই কাজটি আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। নির্দিষ্ট সেই ফুলের যোগান দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারলেই আপনার ফুলের চাষ এবং ব্যবসায় লাভের পরিমাণ অনেকটা বেড়ে যাবে।

এমন একটি চাহিদা সম্পন্ন ফুল হল জারবেরা ফুল।

১) এই জারবেরা ফুলের সৌন্দর্য খুবই আকর্ষণীয়।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) ঘর সাজানো অথবা নিজেকে সাজানো- যে কোন ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই জারবেরা ফুল। তাই প্রায় সারা বছরই এর চাহিদা থাকে।

৩) প্রধানত শীতকালে এই ফুল চাষ করা হয়। কারণ গ্রীষ্মকালে খুব সহজে এই ফুল চাষ করা যায় না।

৪) কোচবিহারের এক ফুল চাষি দুলাল সরকার জানান, “তিনি দীর্ঘ সময় ধরে জারবেরা ফুল চাষ করে আসছেন। মূলত শীতকালীন সময়ে এই ফুল চাষ করা অনেকটাই সহজ। সেই সময় মুনাফার পরিমান থাকে তুলনামূলক অনেকটাই কম। গ্রীষ্মকালীন সময়ে এই ফুল চাষ করা কিছুটা কঠিন হলেও। মুনাফার পরিমান পাওয়া যায় অনেকটাই বেশি। মূলত গ্রিনহাউসের মাধ্যমে এই ফুল চাষ গরমকালে করা যাবে। তবে জল সেচ দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এছাড়া রোগ পোকার আক্রমণ এড়াতে প্রয়োগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে কীটনাশক। তাহলে সহজেই লাভের ভাল পরিমাণ পাওয়া যাবে এই ফুল চাষ থেকে।”

৫) তিনি আরও জানান, “এই ফুলের মধ্যে মূলত দু’ধরনের রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে রোগে আক্রান্ত গাছগুলিকে কীটনাশক স্প্রে করার পর। মরে যাওয়া পাতা গুলিকে গাছ থেকে আলাদা করে দিতে হয়। তাহলে গাছের বৃদ্ধি ও ফুলের মাত্রা আবারও স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এই পদ্ধতি না করলে ফুলের মান, ও গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত শীতের মরশুমে এই ফুলের দাম থাকে প্রতি পিস ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। তবে গরমের সময় এই দাম পৌঁছয় ১৫ থেকে ১৬ টাকা পর্যন্ত।”

৬) এছাড়াও এই গ্রীষ্মকালে বিভিন্ন গ্রীষ্মকালীন ফুল চাষের মাধ্যমে লাভবান হওয়া সম্ভব। তাই কৃষকেরা বিভিন্ন চাষাবাদের পাশাপাশি নানা প্রকার ফুলের চাষও করে থাকেন।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন