Bank Of Baroda থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা গাড়ির লোন নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
গাড়ি কেনার জন্য প্রয়োজন একসঙ্গে বেশ মোটা অংকের অর্থের। এক সঙ্গে এত টাকা সামর্থ্য অনেকেরই নেই। তাই তাদের ক্ষেত্রে লোনই একমাত্র ভরসা। এমন অনেকে আছেন যারা নিজের কাছে থাকা অর্থ থেকে ডাউন পেমেন্ট করেন এবং বাকি অর্থের জন্য লোনের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মত অনুসারে, সব থেকে বেশিপরিমাণ অর্থ ডাউন পেমেন্ট করা উচিত এবং সব থেকে কম অর্থ লোন নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।
গাড়ির লোন পরিশোধ করার জন্য আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ EMI হিসেবে দিতে হবে আপনাকে। এবার আপনি যদি ব্যাংক অফ বরোদা (BOB) থেকে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা গাড়ি লোন (Car Loan) নেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে কত টাকা কিস্তি দিতে হবে? জানুন বিস্তারিত
ব্যাঙ্ক অফ বরোদার (BOB) অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, আপনি যদি ৩ বছর থেকে ৫ বছর সময়ের জন্য যদি গাড়ির লোন নেয় সেক্ষেত্রে আপনাকে ৪.৯ শতাংশ সুদের হারে গাড়ি লোন পরিশোধ করতে হবে। যদিও এই সুদের পরিমাণ নির্ভর করে গ্রাহকের ক্রেডিট স্কোর (Credit Score)-এর ওপর।
ওই ব্যক্তির মাসিক উপার্জন এবং তিনি কত টাকা লোন নিচ্ছেন সেটিও দেখা লোন দেওয়ার ক্ষেত্রে। কোন ব্যক্তি যদি ব্যাংকে নির্ধারিত মান অনুসারে, কার লোন নেওয়ার যোগ্য বলে বিবেচিত হন, তবে সেক্ষেত্রে লোন পাওয়ার জন্য কোনো ঝক্কি পোহাতে হয় না ঐ ব্যক্তিকে।
আরও পড়ুন: Water Cooling Tips: ফ্রিজের জলে বিপদ! কিন্তু ফ্রিজ ছাড়াই এই পদ্ধতিতে কনকনে ঠান্ডা থাকবে জল
আপনি যদি ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা গাড়ি ঋণ (Car Loan) নেন। সেক্ষেত্রে ব্যাংক অফ বরোদার (Bank of Baroda) ক্যালকুলেশন অনুসারে, আপনাকে প্রতিমাসে ২০,৯৫৩ টাকা ইএমআই দিতে হবে। ৫ বছর ধরে আপনাকে ব্যাংককে সুদ বাবদ দিতে হবে ২ লক্ষ ৫৭ হাজার টাকা। অর্থাৎ আপনাকে সুদ এবং আসল মিলিয়ে পরিশোধ করতে হবে ১২.৫৭ লক্ষ টাকা।
ব্যাঙ্ক অফ বরোদায় গাড়ি ঋণের ক্ষেত্রে ফিচার:
আপনি ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা অবধি গাড়ি লোন পেতে পারবেন। তবে সেটি নির্ভর করবে আবেদনকারীর ক্রেডিট স্কোর (Credit Score) এবং অন্যান্য বিষয়ের ওপর। সুদের হারও গণনা করা হবে তার ভিত্তিতেই।
গাড়ির লোন পরিষদের জন্য আপনি সর্বোচ্চ সময় পাবেন ৮৪ মাস। বেতনভোগী কর্মচারী, কর্পোরেট, অনাবাসী ভারতীয় (NRI), পেশাদার এবং ব্যবসায়ীরা গাড়ি ঋণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন।