Bank Of Baroda Recruitment 2025: বরোদা ব্যাংকে স্থায়ী পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ২৩ হাজার টাকা বেতন পাবেন।

Bank Of Baroda Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য আবারো প্রকাশিত হলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি! এবারে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে দুজন যোগ্য চাকরিপ্রার্থীকে জেলা স্তরে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই ব্যাংকে চাকরি করার জন্য বিপুল পরিমাণে আগ্রহী হয়ে থাকেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে নিয়োগের প্রথম থেকেই কর্মীরা প্রায় ২৩,০০০/- টাকা বেতন পাবেন।

বেশিরভাগ ব্যাংকের পোষ্টের জন্য বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। তবে এক্ষেত্রে স্থানীয় স্তরের চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকেই নিয়োগ করা হবে। তাহলে কারা আবেদন জানাতে পারবেন? কতদিন পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে? কিভাবে আবেদন জানাতে হবে? কিভাবে নিয়োগ করা হবে? ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে নিন এই প্রতিবেদন থেকে।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ১৯/০৪/২০২৫

Read More: ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ায় একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৬০ হাজার টাকা।

পদের বিবরণ (Bank Of Baroda Recruitment 2025)

নিয়োগকারী দপ্তরব্যাঙ্ক অফ বরোদা
পদের নামঅর্থনৈতিক পরামর্শদাতা বা Financial Literacy Counsellor (FLC)
মোট শূন্য পদের সংখ্যা ২ টি

কারা আবেদন জানাতে পারবেন?

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক হতে হবে।

২) সোশ্যাল ওয়ার্ক, সমাজবিদ্যা, মনোবিদ্যা, অথবা কৃষি গত বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এখানে আবেদন জানানো যাবে।

৩) ইচ্ছুক চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট পদে কাজ করার অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞ হতে হবে।

৪) জাতীয় ব্যাংক বা প্রাইভেট যেকোনো ব্যাংকের কর্মী হয়ে থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

৫) এখানে সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

বেতন (Bank Of Baroda Recruitment 2025)

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হিসাবে ১৮০০০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবো ৫০০০ টাকা বেতন দেওয়া হবে। অর্থাৎ নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ২৩ হাজার টাকা বেতন পাবেন।

কিভাবে আবেদন জানাতে হবে?

  1. সবার আগে জানিয়ে রাখি, আবেদন পত্রটি অফলাইন মাধ্যমে হাতে-কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
  2. এর জন্য চাকরি প্রার্থীরা প্রথমেই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নেবেন।
  3. তারপরে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে তাতে সই করে নেবেন।
  4. সমস্ত কাজ সঠিকভাবে হয়ে গেলে আবেদন পত্র এবং নথিপত্র গুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন।

আবেদনপত্র জমা করার ঠিকানা

The Regional Manager, Bank of Baroda, Sabarkantha Regional Office, 2nd Floor, Perfect Avenue, Shamlaji Highway Road, Sahkari Jin, Himatnagar – 383001, Gujarat

Important Links

Bank Of Baroda Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment