BIS Consultant Recruitment 2025: কেন্দ্রের সরকারি দপ্তরে কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৭৫ হাজার টাকা।

BIS Consultant Recruitment 2025: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর প্রকাশ করল Bureau of Indian Standards (BIS)। এখানে বিরাট শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। এই উদ্দেশ্যে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ২০২৫ সালের জন্য সরকারি সংস্থায় এই দুর্দান্ত নিয়োগের সুযোগ হাতছাড়া করতে না চাইলে শেষ পর্যন্ত করুন আজকের প্রতিবেদনটি।

পদের নাম, আবেদনের বিভিন্ন যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি বিস্তারিতভাবে সহজ ভাষায় নিজের বলা হলো। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদনটি পড়ে অবশ্যই ০৯/০৫/২০২৫ তারিখের আগে জমা করে দেবেন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাBureau of Indian Standards (BIS)
পদের নামকনসালটেন্ট বা পরামর্শদাতা
শূন্যপদের সংখ্যা১৬০ টি
মাসিক বেতন৭৫,০০০/- টাকা
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ০৯/০৫/২০২৫

Read More: মাসে ৩০০০ টাকা ভাতা দিবে সরকার! প্রত্যেক ভারতবাসীর জন্য পেনশন চালু করা হল।

শিক্ষাগত যোগ্যতা

১) সংস্থার অন্তর্গত AYUSH প্রকল্পে নিয়োগের জন্য Naturopathy & Yogic Sciences বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ২ বছরের অভিজ্ঞ ব্যক্তিরাই এখানে আবেদন জানাতে পারবেন।

২) সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিকাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দপ্তরে নিয়োগের জন্য নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

৩) কম্পিউটার সাইন্স বা আইটি বিষয়ের উপর ইঞ্জিনিয়ারিং বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেও আপনারা কম্পিউটার সাইন্স বা আইটি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। এই পদের ক্ষেত্রে অন্ততপক্ষে তিন বছরের সমতুল্য কর্ম অভিজ্ঞতার প্রয়োজন হবে।

৪) সংস্থার এগ্রিকালচার দপ্তরে নিযুক্ত হওয়ার জন্য এগ্রিকালচার বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীকে তিন বছরের অভিজ্ঞ হতে হবে।

নিয়োগ পদ্ধতি

BIS Consultant Recruitment 2025 তে চাকরিপ্রার্থীর আবেদনের উপর নির্ভর করে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাচাই করা হবে। এরপর যোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে BIS কর্তৃপক্ষ। এরপর একটি অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সবচেয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে।

How To Apply For BIS Consultant Recruitment 2025?

১) এই পদে অনলাইন মাধ্যমে আবেদনের জন্য www.bis.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটের ‘Career’ সেকশনে প্রবেশ করুন এবং উল্লেখিত নিয়োগের লিংকে ক্লিক করুন।

২) এরপর অনলাইনে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে জমা করে দিন।

৩) আবেদনপত্র পূরণের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে নিজের দায়িত্বে আবেদন জানাবেন।

BIS Consultant Recruitment 2025

Official WebsiteClick Here
Apply LinkApply Now
Official NotificationDownload PDF

Leave a Comment