CMFRI Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মৎস্য গবেষণা কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগ শুরু হল! গোটা দেশের বেকারত্বের সঙ্গে লড়তে থাকা চাকরি প্রার্থীদের জন্যই দ্য সেন্ট্রাল মেরাইন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা CMFRI প্রশিক্ষিত কর্মী নিয়োগের ঘোষণা করলো। এই পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে উচ্চ বেতনের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা লাভ করবেন।
তাই চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত হওয়ার জন্য এই নিয়োগের যাবতীয় তথ্য এখনই জেনে নিন। এই প্রতিবেদনে কর্মস্থলের বিবরণ, পদের নাম, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি বিষয়ক তথ্যগুলি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ০৩/০৪/২০২৫ |
Read More: ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ায় একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৬০ হাজার টাকা।
পদের বিবরণ (CMFRI Recruitment 2025)
নিয়োগকারী দপ্তর | দ্য সেন্ট্রাল মেরাইন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা CMFRI |
প্রজেক্ট এর নাম | National Innovations in Climate Resilient Agriculture (NICRA) |
পদের নাম | স্কিলড স্টাফ পদ |
মোট শূন্য পদের সংখ্যা | ১ টি |
কর্মস্থলের বিবরণ
ICAR-CMFRI -মান্দাপাম রিজিওনাল ক্যাম্পে এই নিয়োগটি করা হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে তাদের প্রজেক্ট শেষ হওয়া অবধি অথবা সম্পূর্ণ ১ বছরের জন্য কাজ করতে হবে। তবে যে সমস্ত চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য অনেক নিয়োগের ক্ষেত্রেই পিছিয়ে আসেন, তাদের জন্য রয়েছে এখানে সুখবর। এই পদটিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থী থেকে অন্ততপক্ষে স্বীকৃত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি মৎস্য গবেষণা জাতীয় বিষয়ের উপর কাজ করার অন্ততপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
সাধারণ চাকরিপ্রার্থীরা নূন্যতম – পর্যন্ত আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে আরো অধিক বয়স পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন।
মাসিক বেতন
CMFRI Recruitment 2025 তে প্রতিমাসে নিযুক্ত কর্মীকে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক চাকরি প্রার্থীকে আগে থেকে কোন আবেদন পত্র পূরণ করতে হবে না। সকল চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের তারিখে সমস্ত নথিপত্র সহ ICAR-CMFRI -এর মান্দাপাম রিজিওনাল সেন্টারে সকাল ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে।
Important Links
CMFRI Recruitment 2025 | Click Here |
Official Notification | Download PDF |