DRDO ARDE Recruitment 2025: DRDO তে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।

DRDO ARDE Recruitment 2025: বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এবারে কর্মী নিয়োগ শুরু করল DRDO। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যথেষ্ট পরিমাণে জনপ্রিয় একটি সংস্থা। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে ১৩টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

DRDO -র অন্তর্গত আরমামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা ARDE -তে এই নিয়োগটি হতে চলেছে। সমস্ত বিবরণ সঠিকভাবে জেনে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

Important Dates

আবেদন শুরুইতি মধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ২০/০৪/২০২৫

Read More: হিন্দুস্তান শিপইয়ার্ডে কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ! ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।

DRDO ARDE Recruitment 2025

নিয়োগ কারী সংস্থাDRDO-Armament Research and Development Establishment (ARDE)
পদের নামট্রেড অ্যাপ্রেন্টিস
কর্মস্থলপুনে, মহারাষ্ট্র
মোট শূন্য পদের সংখ্যা৭০টি
নিয়োগ প্রক্রিয়াডকুমেন্ট ভেরিফিকেশন

পদের নাম

  1. ইলেকট্রিশিয়ান,
  2. ফিটার
  3. মেশিনিস্ট
  4. মেকানিক
  5. কম্পিউটার অপারেটর
  6. ফটোগ্রাফার
  7. টার্নার
  8. ওয়েল্ডার
  9. কার্পেন্টার ইত্যাদি।
DRDO ARDE Recruitment 2025
DRDO ARDE Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা

DRDO ARDE Recruitment 2025 পদটিতে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে স্বীকৃত প্রতিষ্ঠানের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা

আবেদনের ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যবর্তী হতে হবে। বয়সের এই হিসাব ০১/০৪/২০২৫ তারিখ অনুসারে করা হবে।

মাসিক বেতন

চাকরিপ্রার্থীদের জন্য জানিয়ে রাখি, ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে এই পদে নিযুক্ত শিক্ষার্থীরা প্রতি মাসে বেতন পান। এই নিয়োগের ক্ষেত্রে প্রতিমাসে ১৩,০০০/- টাকার বেতন পাবেন নিযুক্ত কর্মী।

প্রশিক্ষণের সময়সীমা

ভারতীয় অ্যাপ্রেন্টিস আইনের তথ্যাবলী মেনে নিয়ে মোট এক বছর অর্থাৎ ১২ মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

অ্যাপ্রেন্টিস যোগ্যতার সুবিধা

১) আগে থেকে কোন সংস্থার অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে, পরবর্তীকালে উচ্চতর সরকারি পদে আবেদন জানানো সহজ হয়।

২) অ্যাপ্রেন্টিসদের জন্য অনেক সময়ই সরকারি দপ্তরে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা থাকে।

৩) এই প্রশিক্ষণ থেকে চাকরিপ্রার্থীরা কর্মদক্ষতা এবং কর্ম অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

নিয়োগ পদ্ধতি (DRDO ARDE Recruitment 2025)

চাকরিপ্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। মূলত মাধ্যমিক এবং আইটিআইয়ের নম্বরের উপর ভিত্তি করেই মেধা তালিকাটি তৈরি হবে। এরপর যোগ্য প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে ARDE অ্যাপ্রেন্টিসের জন্য প্রথমে চাকরিপ্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য www.apprenticeshipindia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার যোগ্যতা অনুযায়ী ট্রেডে আবেদন জানাতে পারবেন। আবেদনটি চাকরিপ্রার্থীদের ২০/০৪/২০২৫ -এর মধ্যে সেরে ফেলতে হবে।

DRDO ARDE Recruitment 2025

Official WebsiteClick Here
Official NotificationDownload Pdf

Leave a Comment