ESIC Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স সংস্থায় ৫৫৮টি শুন্যপদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৬৭ হাজার টাকা।

ESIC Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স সংস্থার মধ্যে অন্যতম হলো এমপ্লয়ীজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ESIC। যেকোনো সরকারি কর্মচারীর বীমা সুরক্ষা প্রদান করে এই সংস্থা। এবারে সরকারি এই সংস্থায় পিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ গ্রেড এবং জুনিয়ার গ্রেডে কর্মী নিয়োগ হতে চলেছে।

যে সকল চাকরি প্রার্থীরা একটি সরকারি চাকরির প্রচেষ্টা চালাচ্ছিলেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তি অন্যতম গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তির সমস্ত বিবরণ সহজবোধ্য ভাবে নিচে উল্লেখ করা হলো।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থা এমপ্লয়ীজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ESIC
পদের নামস্পেশালিস্ট গ্রেড II সিনিয়র স্কেল এবং জুনিয়ার স্কেল
শূন্যপদের সংখ্যা৫৫৮ টি
আবেদন পদ্ধতিঅফলাইন
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ২৬/০৫/২০২৫

Read More: প্রধানমন্ত্রী পোষন প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

১) স্পেশালিস্ট গ্রেড II সিনিয়র স্কেল- MBBS এবং বিশেষ চিকিৎসা বিষয়ের উপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির যোগ্যতা থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এর পাশাপাশি অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীর।

২) স্পেশালিস্ট গ্রেড II জুনিয়র স্কেল- বিশেষ চিকিৎসা বিষয়ের উপর স্পেশালাইজেশন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এবং MBBS ডিগ্রী থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। ন্যূনতম ৩ বছর থেকে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন জানানো যাবে।

৩) অতিরিক্ত দক্ষতা- প্রতিটি চাকরিপ্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে। ভাষার পরীক্ষায় পাশ করলে তবেই এখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

বয়স সীমা

ESIC Recruitment 2025 তে উভয় পদের সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়োগের নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

মাসিক বেতন (ESIC Recruitment 2025)

১) স্পেশালিস্ট গ্রেড II সিনিয়র স্কেল- এই পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ৭৮,৮০০/- টাকার পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

২) স্পেশালিস্ট গ্রেড II জুনিয়র স্কেল- সরকারি কর্মচারী হওয়ার সুবাদে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি নিযুক্ত কর্মীরা বেতন হিসাবে পাবেন- ৬৭,৭০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি

এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার বিচারে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

How To Apply For ESIC Recruitment 2025?

নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে আবেদন পত্রটি সংযুক্ত করেছে ESIC। চাকরি প্রার্থীরা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ভালোভাবে পূরণ করবেন। এরপর নিজেদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স এবং ঠিকানার প্রমাণগুলি একসাথে সঠিক নিয়ম মেনে আপলোড করবেন। এবং সবশেষে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দেবেন।

ESIC Recruitment 2025

Official Website Click Here
Official NotificationDownload PDF

1 thought on “ESIC Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স সংস্থায় ৫৫৮টি শুন্যপদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৬৭ হাজার টাকা।”

Leave a Comment