FRI Recruitment 2025: ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ২৪ হাজার টাকা।

FRI Recruitment 2025: সরকারি দপ্তরে চলছে ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ যোগ্যতা থাকলে সরাসরি ইন্টারভিউ দিয়েই কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুবিধা বেসরকারি সংস্থাগুলি দিয়ে এসেছে। তবে এবারে ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা সংসদের অন্তর্গত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা FRI থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চাকরিপ্রার্থীরা কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? কোন কোন পদ রয়েছে? আবেদন কিভাবে জানাবেন? পদ অনুসারে মাসিক বৃত্তি কত? ইন্টারভিউয়ের সময় কোন কোন নথিপত্র লাগবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে তবেই এখানে আবেদন জানাতে হবে। তাই চাকরিপ্রার্থীরা, একটু দেরি না করে আজকের প্রতিবেদন থেকে এই সকল উত্তর জেনে নিন।

পদের নাম (FRI Recruitment 2025)

  1. জুনিয়র প্রজেক্ট ফেলো (JPF)
  2. ফিল্ড এসিস্ট্যান্ট

শূন্যপদের সংখ্যা

FRI Recruitment 2025 তে দুটি পদে ১ জন করে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে।

Read More: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ! বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

আবেদনের যোগ্যতা

১) জুনিয়র প্রজেক্ট ফেলো (JPF)– বনদপ্তরের গবেষণার কাজ করার জন্য এই পদে বায়োটেকনোলজি/বোটানি/ফরেস্ট্রি ইত্যাদি বিষয়ের মধ্যে যেকোনো একটিতে প্রথম শ্রেণীতে post graduate হতে হবে চাকরিপ্রার্থীকে। এর পাশাপাশি কম্পিউটার এবং MS Office -এর জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২) ফিল্ড এসিস্ট্যান্ট– চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সমতুল্য কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

মাসিক বেতন

জুনিয়র প্রজেক্ট ফেলো (JPF)প্রতিমাসে ২৪,০০০/- টাকা
ফিল্ড এসিস্ট্যান্টপ্রতিমাসে ১৭,০০০/- টাকা

নিয়োগ পদ্ধতি (FRI Recruitment 2025)

সংস্থার পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে, আগামী এপ্রিল মাসের ১৫ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করা হবে। ঐদিন সকাল ৯ টার মধ্যে সমস্ত চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। সকাল ৯ টার মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০:৩০ থেকে।

ইন্টারভিউ এর ঠিকানা

Board Room, FRI Main Building, P.O. New Forest, Forest Research Institute, Dehradun – 248006

প্রয়োজনীয় নথিপত্র

  1. FRI Recruitment 2025 পদে চাকরিপ্রার্থীদের আলাদা করে আবেদন জানাতে হবে না।
  2. সরাসরি ইন্টারভিউয়ের দিন সঠিক ঠিকানায় পৌঁছে গেলেই ইন্টারভিউ দিতে পারবেন। তবে ইন্টারভিউয়ের সময়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে।
  3. এর পাশাপাশি ওই দিন সঙ্গে করে নিজের বায়োডাটা, নিজের সই করা শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিটের জেরক্স, এবং পরিচয় পত্র ইত্যাদি নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন এর সময় জমা করতে হবে।

Important Links

FRI Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment