HAL Recruitment 2025: আবারো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL -এর পক্ষ থেকে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবারে ডিপ্লোমা চাকরি প্রার্থীদের পাশাপাশি অন্যান্য যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বেশ কিছু শূন্য পদে এই সরকারি দপ্তরে নিয়োগটি হতে চলেছে।
আপনাদের মধ্যে যারা বহুদিন ধরে সরকারী চাকরির প্রচেষ্টা চালাচ্ছিলেন, তারা অবশ্যই এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের পদ্ধতি ভালোভাবে বুঝে আবেদন জানানোর জন্য আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
টেকনিশিয়ান ও অপারেটর পদে আবেদনের শেষ তারিখ | ১৮/০৪/২০২৫ |
অ্যাপ্রেন্টিস পদে আবেদনের শেষ তারিখ | ২৫/০৪/২০২৫ |
Read More: IRCON ইন্টারন্যাশনালে ম্যানেজার পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ৬০ হাজার টাকা।
HAL Recruitment 2025
নিয়োগ কারী সংস্থা | Hindustan Aeronautics Limited (HAL) |
পদের নাম | টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস এবং অপারেটর |
শূন্য পদের সংখ্যা | ৩০৬ টি |
পদ অনুসারে আবেদনের যোগ্যতা
১) ডিপ্লোমা টেকনিশিয়ান পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
২) অপারেটর পদে প্রয়োজনীয় ট্রেডে আইটিআই ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন।
৩) B.E/B.Tech ডিগ্রি থাকলে গ্রাজুয়েট টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানানো যাবে।
৪) B.A, B.Com, B.Sc, BBA, BCA ইত্যাদি ডিগ্রী প্রাপ্ত ব্যক্তিরাও নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদগুলিতে আবেদন জানাতে পারবেন।
৫) ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্যান্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকলেও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানানো যাবে।
বয়স সীমা
টেকনিশিয়ান এবং অপারেটর পদের জন্য সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
অ্যাপ্রেন্টিস পদে সরকারি অ্যাপ্রেন্টিস এর নিয়ম অনুসারে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।
বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের যথাযথ ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন
HAL Recruitment 2025 তে পদ গুলিতে ন্যূনতম ২২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৭,৮৬৮ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে। তবে অ্যাপ্রেন্টিস পদের জন্য ৮০০০ টাকা থেকে ৯০০০ টাকার মধ্যে মাসিক বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি (HAL Recruitment 2025)
অ্যাপ্রেন্টিস পদে আবেদনের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করবে HAL কর্তৃপক্ষ।
অপরদিকে টেকনিশিয়ান অথবা অপারেটর পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী থেকে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
- সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীদের HAL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন এর পর প্রয়োজনীয় আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করবেন।
- এরপর গুরুত্বপূর্ণ নথিপত্র আপলোড করে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
HAL Recruitment 2025
Official Website | Click Here |
Official Notification 1 | Download Pdf 1 |
Official Notification 2 | Download Pdf 2 |
Apply Link | 1) Graduate & Diploma Apprentices 2) Diploma Technician, Operator |
1 thought on “HAL Recruitment 2025: HAL India তে ৩০৬টি শুন্যপদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৪৭ হাজার টাকা।”