HAL Recruitment 2025: Hindustan Aeronautics Limited বা HAL এর পক্ষ থেকে চাকরি প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন। এক্ষেত্রে ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত ব্যাঙ্গালোরের এরোস্পেস কম্পোজিট ডিভিশন এবং তুমাকুরুর হেলিকপ্টার ডিভিশনে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
এখানে কোন কোন যোগ্যতায় কোন কোন পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন? প্রতিমাসে কোন পদের জন্য কত বেতন পাবেন? কিভাবে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন জানাবেন? প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলি জেনে নিতে অবশ্যই পড়তে হবে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি।
Important Dates
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ০৫/০৪/২০২৫ |
পদের নাম
নিয়োগকারী সংস্থা | Hindustan Aeronautics Limited (HAL) |
পদের নাম | নীচে উল্লেখিত |
মোট শূন্যপদের সংখ্যা | ৯ টি |
Read More: কলকাতা নারকোটিক্স বিভাগে ইন্সপেক্টর পদে একাধিক কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৩৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা
টেকনিশিয়ান– মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিয়মিত কোর্সের মাধ্যমে অন্ততপক্ষে ৩ বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
সিভিল– অন্ততপক্ষে ৩ বছরের নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
একাউন্টস– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে বি.কম ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার চালনায় যথেষ্ট পরিমাণে দক্ষ প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।
কমার্শিয়াল বা ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট– যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী এবং স্টেনোগ্রাফির ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন (HAL Recruitment 2025)
পদের নাম | বেতনসীমা |
টেকনিশিয়ান | ২৩,০০০/- টাকা |
সিভিল | ২৩,০০০/- টাকা |
একাউন্টস | ২২,০০০/- টাকা |
কমার্শিয়াল বা ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট | ২২,০০০/- টাকা |
বয়সসীমা
সাধারণ চাকরিপ্রার্থীরা উল্লেখিত সকল পদের জন্য সর্বোচ্চ ২৮ বছর অবধি আবেদন জানাতে পারলেও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে যথাযথ বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
২.৫ ঘন্টার একটি লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ও চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
How To Apply For HAL Recruitment 2025?
প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে HAL -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর হাতে কলমে সঠিক তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র গুলি সংযুক্ত করে দেবেন। তারপর -এই ঠিকানায় আবেদন পত্রটিকে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
The Deputy General Manager (HR), Helicopter Division, Hindustan Aeronautics Limited, P.B. No. – 1790, Vimanapura Post, Bangalore – 560017
Important Links
HAL Recruitment 2025 | Click Here |
Official Notification | Download PDF |