IDBI Bank Recruitment 2025: IDBI ব্যাঙ্কে ৬৭৬ টি শুন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৫১,০০০/- টাকা।

IDBI Bank Recruitment 2025: ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক বা IDBI এর তরফের একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকের চাকরির জন্য বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী অপেক্ষা করে থাকেন। আর তাদের জন্য এবারে ৬৭৬ টি শুন্যপদের ঘোষণা করল IDBI ব্যাঙ্ক।

সরকারি এই ব্যাংকটিতে আবেদনের জন্য ঠিক কোন কোন যোগ্যতা পূরণ করতে হবে? কবে থেকে আবেদন জানাতে পারবেন? আবেদন পদ্ধতি কেমন রয়েছে? কিভাবে নিয়োগ করা হবে? বেতন কত পাবেন? ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি অবশ্যই পাবেন আজকের প্রতিবেদন থেকে।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক (IDBI Bank)
পদের নামজুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা JAM
শূন্য পদের সংখ্যা৬৭৬টি
শিক্ষাগত যোগ্যতাগ্রাজুয়েশন ডিগ্রী
বেতন ৫১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২০/০৫/২০২৫

Read More: তবে কি বন্ধ হতে চলেছে স্বাস্থ্য সাথী প্রকল্প? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।

আবেদনের জন্য কোন কোন যোগ্যতা পূরণ করতে হবে?

১) শিক্ষাগত যোগ্যতা- IDBI ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে (IDBI Bank Recruitment 2025) আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থী থেকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট এবং মার্কশিট থাকতে হবে। পাশাপাশি ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সাথে গ্রাজুয়েট হতে হবে চাকরিপ্রার্থীকে। যদিও SC/ST/PWBD চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশনে ৫৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন জানানোর সুযোগ রয়েছে।

২) বয়স সীমা- ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ যে সমস্ত চাকরিপ্রার্থী ২০০০ সালের আগে জন্মগ্রহণ করেছেন, তারা এখানে আবেদন জানাতে পারবেন না।

৩) অন্যান্য যোগ্যতা- এক্ষেত্রে চাকরিপ্রার্থীর কম্পিউটারের যথাযথ দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন (IDBI Bank Recruitment 2025)

এই পদে নিযুক্ত কর্মীদের সরকারি নিয়ম মেনে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে বছরে ন্যূনতম ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকার মধ্যে বার্ষিক বেতন হবে। অর্থাৎ প্রতি মাসে কম করে ৫১,০০০/- টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মী।

কিভাবে নিয়োগ করা হবে?

IDBI Bank Recruitment 2025 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য প্রথমেই চাকরিপ্রার্থীদের একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

How To Apply For IDBI Bank Recruitment 2025?

  1. এক্ষেত্রে অনলাইন মাধ্যমেই আবেদন জানানো যাবে। আবেদনের জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। চাকরি প্রার্থীরা ২০২৫ সালের মে মাসের ৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
  2. চাকরি প্রার্থীরা www.idbibank.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “CAREERS/CURRENT OPENINGS” বিকল্প থেকে “Recruitment of Junior Assistant Manager (JAM) Grade ‘O’ – 2025-26-Phase I” -এই লেখাটি বেছে নেবেন।
  3. এরপর সরাসরি নিজেদের নাম রেজিস্ট্রেশন করে আবেদন জমা করে দেবেন।

আবেদন মূল্য

SC/ST/PWD২৫০/- টাকা
অন্যান্য চাকরিপ্রার্থী১০৫০/- টাকা

Important Links

IDBI Bank Recruitment 2025Click Here
Apply LinkApply Now
Official NotificationDownload Now

Leave a Comment