IRCON Manager Recruitment 2025: গ্রাজুয়েশন পাস করে চাকরির জন্য চেষ্টা করছেন? রেলের সরকারি চাকরি এবারে একেবারে আপনার হাতের মুঠোয়! ভারতীয় রেল বিভাগের নির্মাণকারী সংস্থা IRCON আবারো একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে নিযুক্ত কর্মীর বেতন শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে। এর পাশাপাশি থাকছে একাধিক সুযোগ সুবিধা।
চাকরিপ্রার্থীদের কাছে অবশ্যই এটি একটি সুবর্ণ সুযোগ। তাই একেবারেই দেরি না করে আজকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগের (IRCON Manager Recruitment 2025) সমস্ত তথ্য উল্লেখ করা হলো। আজ থেকেই চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের যাবতীয় বিবরণ অর্থাৎ পদের নাম, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি দেখে নিতে পারবেন এই প্রতিবেদনেই।
Important Dates
আবেদন শুরু | ইতি মধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ২৫/০৪/২০২৫ |
Read More: হিন্দুস্তান শিপইয়ার্ডে কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ! ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।
পদের বিবরণ
নিয়োগকারী সংস্থা | IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড |
পদের নাম | ম্যানেজার পদে |
শুন্যপদের সংখ্যা | ৪ টি |
বেতন (IRCON Manager Recruitment 2025)
IRCON ইন্টারন্যাশনালের ম্যানেজার পদে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন। এর পাশাপাশি থাকবে একাধিক সরকারি ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা
১) গ্রাজুয়েট বা তার উচ্চতরন যোগ্যতার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
২) ডিগ্রি কোর্সে যারা ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তারাই এখানে আবেদন জানাতে পারবেন।
৩) তবে এক্ষেত্রে অবশ্যই AICTE -র অধীনস্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ের ডিগ্রি থাকলে তবেই ম্যানেজার পদের জন্য আবেদন জানানো যাবে।
৪) এখানে সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাব করা হবে ০১/০৪/২০২৫ তারিখ অনুসারে।
৫) সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
IRCON ম্যানেজার পদটিতে নিয়োগের জন্য আপনাকে প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর যোগ্য হিসেবে বিবেচিত হলে, প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি (IRCON Manager Recruitment 2025)
- ইচ্ছুক চাকরিপ্রার্থীরা www.ircon.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আবেদনের যে ফরম্যাটটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, সেটি ডাউনলোড করে A-4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নিন।
- আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি একত্রিত করে ফেলুন।
- সম্পূর্ণ আবেদন পত্রটি মিলিয়ে নিয়ে মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Joint General Manager/HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110017
IRCON Manager Recruitment 2025
Official Website | Click Here |
Official Notification | Download Pdf |