IRCON Recruitment 2025: ইরকন ইন্টারন্যাশনাল দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ! বেতন প্রতিমাসে ৩৬ হাজার টাকা।

IRCON Recruitment 2025: ভারতীয় রেলওয়ের অন্তর্গত ইরকন ইন্টারন্যাশনাল দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই উদ্দেশ্যে একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীরা মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খন্ড, ছত্রিশগড় ইত্যাদি রাজ্য থেকে আবেদন জানাতে পারবেন এবং এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর উপর নির্ভর করে চাকরিপ্রার্থীরা চাকরির সুযোগ পাবেন।

তাহলে এই দুর্দান্ত সরকারি নিয়োগের সুযোগটি একেবারেই হাতছাড়া না করে আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন। এই প্রতিবেদনে আমরা পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং মাসিক বেতন সম্পর্কিত তথ্যগুলি আলোচনা করতে চলেছি।

পদের নাম

  1. S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার
  2. সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার
  3. সিভিল সাইট সুপারভাইজার

Read More: OPSC মেডিক্যাল অফিসার পদে ৫২৪৮টি কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি দেখে নিন।

মোট শূন্যপদের সংখ্যা

এক্ষেত্রে মোট ২০ টি শূন্য পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। যেখানে S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে ১০ জন, সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে ৫ জন এবং সেভেন সাইট সুপারভাইজার পদে ৫ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা

S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার– স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং ইন্টারলকিং কাজের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা

সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার– অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরের সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সিভিল কনস্ট্রাকশন কাজের অন্ততপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা

সিভিল সাইট সুপারভাইজার– যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বরের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ও সিভিল কনস্ট্রাকশন কাজের এক বছরের অভিজ্ঞতা

বয়স সীমা (IRCON Recruitment 2025)

সকল পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

বেতন

S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার৩৬,০০০/- টাকা
সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার৩৬,০০০/- টাকা
সিভিল সাইট সুপারভাইজার২৫,০০০/- টাকা

নিয়োগ পদ্ধতি

IRCON Recruitment 2025 পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ (কলকাতা)/ ছত্রিশগড়/ ঝাড়খন্ড অথবা সিকিম রাজ্যে নিয়োগ করা হবে এবং সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার ও সিভিল সাইট সুপারভাইজার পদে মহারাষ্ট্রে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ

S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ- ০৪/০৪/২০২৫
S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার ঝাড়খন্ড- ০৭/০৪/২০২৫
S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার ছত্তিশগড়- ০৮/০৪/২০২৫
সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার মহারাষ্ট্র- ০২/০৪/২০২৫
সিভিল সাইট সুপারভাইজার মহারাষ্ট্র- ০৩/০৪/২০২৫

ইন্টারভিউয়ের স্থান

IRCON Eastern Regional Office 378, Prantik Pally Dhanmath Kasba Kolkata-700107

Important Links

IRCON Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment