ISRO VSSC Recruitment 2025: ISRO তে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ২৫,৫০০/ টাকা।

ISRO VSSC Recruitment 2025: ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ হচ্ছে। ভারতবর্ষে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী এই যোগ্যতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করে থাকেন। তাদের জন্য এবার ভালো খবর প্রকাশ করল ইসরো। এখানে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের নিয়মাবলী গুলি ভালোভাবে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়বেন। এই প্রতিবেদনের মাধ্যমেই আমরা পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতির মত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ১৫/০৪/২০২৫

Read More: কেন্দ্রীয় সরকারের মৎস্য গবেষণা কেন্দ্রে স্কিলড স্টাফ পদে কর্মী নিয়োগ! বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর।

পদের বিবরণ (CMFRI Recruitment 2025)

নিয়োগকারী দপ্তরভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO
পদের নামনিচে বিস্তারিত
মোট শূন্য পদের সংখ্যা১৬ টি

পদের নাম

  1. এসিস্ট্যান্ট।
  2. ভারী অথবা হালকা গাড়ি চালক।
  3. ফায়ারম্যান।
  4. রাঁধুনি।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা এবং বেতন সীমা

১) এসিস্ট্যান্ট: অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরের সঙ্গে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি হিন্দি ভাষায় টাইপিং এর দক্ষতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

২) ভারী অথবা হালকা গাড়ি চালক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে ভারী অথবা হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩) ফায়ারম্যান: প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থী মাধ্যমিক পাশ যোগ্যতাতেই এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি চাকরিপ্রার্থীকে আবশ্যিকভাবে শারীরিক দিক থেকে সমর্থ্য হতে হবে।

৪) রাঁধুনী: এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বাঁচার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাসিক বেতন (ISRO VSSC Recruitment 2025)

পদের নাম বেতন
এসিস্ট্যান্ট২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা
ভারী অথবা হালকা গাড়ি চালক১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা
ফায়ারম্যান১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা
রাঁধুনী১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা

নিয়োগ পদ্ধতি

প্রতিটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পদের প্রয়োজন অনুসারে দক্ষতা পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

How to Apply For ISRO VSSC Recruitment 2025?

উল্লেখিত পদগুলিতে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই https://www.vssc.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাবেন।

Important Links

ISRO VSSC Recruitment 2025Click Here
Apply OnlineApply Now

Leave a Comment