Kolkata RRRLF Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। এবারে কলকাতার এক সরকারি লাইব্রেরীতে কর্মী নিয়োগ চলছে। আসলে, কলকাতায় অবস্থিত রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন Group A পদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে। এজন্য প্রকাশিত হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তি।
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তাই একেবারে নির্মূল ভাবে আবেদন পত্র পূরণ করে সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে। তাই চাকরিপ্রার্থীদের জন্য আবেদন পদ্ধতির পুঙ্খানুপুঙ্খ তথ্য নিচে উল্লেখ করা হলো।
Important Dates
আবেদন শুরু | ২৮.০৩.২০২৫ |
আবেদন শেষ | নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৪৫ দিন পর্যন্ত |
Read More: HAL India তে ৩০৬টি শুন্যপদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ৪৭ হাজার টাকা।
নিয়োগ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগ কারী সংস্থা | রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন |
পদের নাম | ডেপুটি ডিরেক্টর (গ্রুপ-A) |
শূন্য পদের সংখ্যা | ০১টি |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের যোগ্যতা
১) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২) মূলত লাইব্রেরি সায়েন্সের উপর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রী প্রয়োজন।
৩) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর কাছে।
৪) প্রতিটি প্রার্থীকে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে।
৫) লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন কাজের অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন।
মাসিক বেতন (Kolkata RRRLF Recruitment 2025)
কেন্দ্রীয় সরকারের Group A নিয়োগের বেতনক্রম অনুসারে মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মী। এক্ষেত্রে মূল বেতন হবে ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকার মধ্যে। এর পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগ-সুবিধা।
নিয়োগ পদ্ধতি
Kolkata RRRLF Recruitment 2025 নিয়োগের জন্য যথাযথ পদ্ধতি অবলম্বন করে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রামমোহন রায় গ্রন্থাগার থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই পদে আবেদন চলছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিয়োগের সমস্ত বিবরণ বুঝে নিতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে পড়ে নেবেন।
আবেদন পদ্ধতি
১) চাকরিপ্রার্থীদের জানিয়ে রাখি, এখানে কোনরকম অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ নেই। আপনাদের সবাইকে অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এর জন্য প্রথমেই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন। এবং A-4 পাতায় প্রিন্ট করাবেন।
২) তারপর হাতে কলমে প্রয়োজনীয় শূন্যস্থান গুলি পূরণ করবেন।
৩) গুরুত্বপূর্ণ নথি হিসাবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সমস্ত প্রমাণ, আধার কার্ড, বয়সের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংযুক্ত করে দেবেন।
৪) এরপর আবেদন পত্রটি Raja Rammohun Roy Library Foundation, Block DD-34, Sector-I, Salt Lake City, Kolkata 700064 -এই ঠিকানায় পাঠিয়ে দেবেন।
Kolkata RRRLF Recruitment 2025
Official Website | Click Here |
Official Notification | Download PDF |