PM Poshan Scheme Recruitment 2025: প্রধানমন্ত্রী পোষন প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

PM Poshan Scheme Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের নিশ্চয়ই কম্পিউটার বিষয়ে যথেষ্ট দক্ষতা এবং জ্ঞান রয়েছে? তাহলে আপনার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কাজের হতে পারে।

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর পোষন যোজনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত এই কর্মী (PM Poshan Scheme Recruitment 2025) নিয়োগ হচ্ছে। এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আপনি আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সম্পর্কে তথ্যগুলি জেনে নিয়ে তবেই আবেদন জানাতে। তাই এখনই এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

নিয়োগ সংক্রান্ত তথ্য

পদের নামঅ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট এবং সুপারভাইজার (গ্রুপ সি)
শূন্য পদের সংখ্যা২টি
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ২৫/০৪/২০২৫

Read More: কলকাতার সরকারি লাইব্রেরিতে গ্রুপ এ পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৬৭ হাজার টাকা।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা

১) অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট- সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত একাউন্টেন্ট বা হিসাব রক্ষক এই পদে আবেদন জানাতে পারবেন। প্রতিটি আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

২) সুপারভাইজার- এই পদেও শুধুমাত্র সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত ব্যক্তি আবেদন জানাতে পারেন। তবে তাকে পূর্ববর্তী দপ্তরের সমতুল্য গ্রুপ সি পদের কর্মী হতে হবে। আবেদনকারী ব্যক্তির কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

৩) বয়স সীমা- উভয় পদের জন্যই আপনারা ৬৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

বেতন (PM Poshan Scheme Recruitment 2025)

অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ১১,০০০/- টাকা
সুপারভাইজার১০,০০০/- টাকা

নিয়োগ পদ্ধতি

PM Poshan Scheme Recruitment 2025 আপনাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। নিয়োগ কারী সংস্থার পক্ষ থেকে সরাসরি ইন্টারভিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউ এর দিন আপনাদেরকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. EPIC
  2. শেষ বেতনের রশিদ
  3. বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা পেনশনের কাগজ
  4. ঠিকানার প্রমাণপত্র
  5. পূর্ব অভিজ্ঞতা এবং বিগত চাকরির বিবরণ
  6. PPO

আবেদন পদ্ধতি

  1. আগেই জানানো হয়েছে, এখানে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।
  2. চাকরিপ্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি সংগ্রহ করে প্রিন্স করিয়ে নিতে হবে।
  3. এরপর যথাযথ তথ্যের সাথে পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র সহ সঠিক ঠিকানায় জমা করে দেবেন।
  4. প্রতিটি চাকরিপ্রার্থীকে ২৫/০৪/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

BLOCK DEVELOPMENT OFFICER, ONDA DEVELOPMENT BLOCK, VILLAGE-TELLA, P.O.+P.S.-ONDA, DIST.-BANKURA, PIN-722144

PM Poshan Scheme Recruitment 2025

Official Website Click Here
Official Notification Download PDF

Leave a Comment