SMP Port Kolkata Recruitment 2025: হলদিয়া বন্দরে ট্রেনি পাইলট পদে কর্মী নিয়োগ! বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

SMP Port Kolkata Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! এই রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর বা হলদিয়া বন্দরের পক্ষ থেকে দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা থেকে মাসিক বেতন পাবেন। এর পাশাপাশি থাকছে অন্যান্য সুযোগ-সুবিধার বন্দোবস্ত।

তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কলকাতা বন্দরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য গুলি ভালোভাবে জেনে নিন। এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো। যেখানে আপনারা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, মোট মাসিক বেতনের পরিমাণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারবেন।

Important Dates

আবেদন শেষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ ২১/০৪/২০২৫

পদের নাম (SMP Port Kolkata Recruitment 2025)

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পক্ষ থেকে ট্রেনি পাইলট পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

Read More: জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।

মোট শূন্যপদের সংখ্যা

৫ টি

মাসিক বেতন

SMP Port Kolkata Recruitment 2025 চাকরিপ্রার্থীদের যোগ্যতা অনুসারে মাসিক বেতন প্রদান করা হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে চাকরিপ্রার্থী Master (FG) হলে ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকার মধ্যে, First Mate (FG) ডিগ্রি প্রাপ্ত হলে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে, Second Mate (FG) চাকরিপ্রার্থীদের ৫০,০০০ টাকা এবং নটিক্যাল সাইন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ৫০,০০০ টাকা মাসিক বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে প্রতিটি চাকরিপ্রার্থীকে মাস্টার (FG), ফার্স্ট মেট (FG), সেকেন্ড মেট (FG) অথবা নটিকাল বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

বয়স সীমা

SMP Port Kolkata Recruitment 2025 পদে চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের বয়স সীমা সংক্রান্ত তথ্যটি ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে যাচাই করে নেবেন।

আবেদন পদ্ধতি

  1. প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে SMP Port Kolkata Recruitment 2025 পদে আবেদন জানানোর জন্য অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে।
  2. এর জন্য প্রথমেই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে পড়ে নেবেন।
  3. তারপর নিয়োগ বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে হাতে-কলমে যথাযথ তথ্যের সাথে পূরণ করবেন।
  4. এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ঠিকানায় জমা করে আসতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Director, Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata, 15 Strand Road, Kolkata – 700001

Important Links

SMP Port Kolkata Recruitment 2025 Click Here
Official Notification Download PDF

1 thought on “SMP Port Kolkata Recruitment 2025: হলদিয়া বন্দরে ট্রেনি পাইলট পদে কর্মী নিয়োগ! বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।”

Leave a Comment