UIDAI Recruitment 2025: রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তে সিনিয়র মোবাইল ফ্রন্ট এন্ড ডেভেলপার, সিনিয়র মোবাইল ব্যাক এন্ড ডেভেলপার, সিনিয়র আর্কিটেক্ট মোবাইল, প্রিন্সিপাল আর্কিটেক্ট, ডেটা সায়েন্স আর্কিটেক্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে মোট ১০টি পদ রয়েছে।
রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদের (UIDAI Recruitment 2025) জন্য আবেদনযোগ্য। যারা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সাথে তাদের ক্যারিয়ার শুরু করতে চান তারা ১৫ মে ২০২৫ সালের মধ্যে অফলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় তুলে ধরা হলো।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) |
পদের নাম | নিচে বিস্তারিত |
শুন্যপদের সংখ্যা | ১০ টি |
বয়স সীমা | উল্লেখিত নেই |
আবেদন পদ্ধতি | অফলাইন |
ইন্টারভিউয়ের তারিখ | ১৫/০৫/২০২৫ |
Read More: কেন্দ্রীয় সরকার নিয়ে এল কৃষকদের জন্য দারুন সুখবর! মোদী দিচ্ছে বিনামুল্যে পাম্প মেশিন।
পদের নাম ও শুন্যপদের সংখ্যা
পদের নাম | শুন্যপদের সংখ্যা |
সিনিয়র মোবাইল ফ্রন্ট এন্ড ডেভেলপার | ০৩টি |
সিনিয়র মোবাইল ব্যাক এন্ড ডেভেলপার | ০২টি |
সিনিয়র আর্কিটেক্ট মোবাইল | ০১টি |
প্রিন্সিপাল আর্কিটেক্ট | ০১টি |
ডেটা সায়েন্স আর্কিটেক্ট | ০১টি |
টেকনিক্যাল কনসালটেন্ট | ০১টি |
সিনিয়র কনসালটেন্ট | ০১টি |
শিক্ষাগত যোগ্যতা (UIDAI Recruitment 2025)
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে UIDAI ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বয়স সীমা
- বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য বয়সসীমা উল্লেখ করা হয়নি।
- প্রযোজ্য ক্ষেত্রে বয়স-সম্পর্কিত শর্তাবলীর জন্য আবেদনকারীদের অফিসিয়াল নথি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
How to Apply for UIDAI Recruitment 2025?
- আপনি যদি যোগ্য এবং আগ্রহী হন, তাহলে আবেদন করার জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন।
- এরপর নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
- তারপর আবেদনপত্রের সাথে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করুন।
- এরপর আবেদনপত্রটিকে ১৫/০৫/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
4th Floor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi – 110001
Important Links
UIDAI Recruitment 2025 | Click Here |
Official Notification | Download Now |
1 thought on “UIDAI Recruitment 2025: UIDAI সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন।”