VBU Teacher Recruitment 2025: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক/শিক্ষিকা পদে নিয়োগ! প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পাবেন।

VBU Teacher Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি! বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অতিথি শিক্ষক/শিক্ষিকা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক এবং লেকচার ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে।

এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে অনুগ্রহ করে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন এবং তারপর নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

পদের নাম

অতিথি শিক্ষক/শিক্ষিকা

শূন্য পদের সংখ্যা: ২টি

Read More: জগদীশচন্দ্র বোস স্কলারশিপে পাবেন ৩০,০০০ টাকা! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা

  1. ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  2. কমপক্ষে ৫৫% নম্বর আবশ্যক।
  3. NET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
  4. যাঁদের Ph.D ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

বেতন (VBU Teacher Recruitment 2025)

নিযুক্ত কর্মীকে প্রতিটি লেকচার পিছু বেতন দেওয়া হবে। এক্ষেত্রে প্রতিটি লেকচারের জন্য শিক্ষক বা শিক্ষিকা ১৫০০ টাকা করে মাসিক সর্বাধিক ৫০ হাজার টাকা বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি

VBU Teacher Recruitment 2025 এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে। পদের মেয়াদ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক এবং এটি স্থায়ীভাবে পূরণ না হওয়া পর্যন্ত বা এক বছর পর্যন্ত প্রার্থীকে পদে বহাল রাখা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। একটি সম্পূর্ণ বায়োডাটা এবং সব প্রাসঙ্গিক নথির স্ক্যান কপি সংযুক্ত করে ইমেইল করতে হবে ১০/০৬/২০২৫ তারিখের মধ্যে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  2. আধার কার্ড
  3. ঠিকানার প্রমাণ
  4. পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র
  5. NET উত্তীর্ণের প্রমাণ
  6. জন্মতারিখ/বয়সের প্রমাণ

ইমেইল পাঠানোর ঠিকানা: hod.history@visva-bharati.ac.in

হার্ড কপি পাঠানোর ঠিকানা

The Head,
Department of History,
Vidya Bhavana, Visva-Bharati,
Santiniketan – 731235

VBU Teacher Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Leave a Comment