WB BDO Job Vacancy 2025: রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।

WB BDO Job Vacancy 2025: সহকারী হিসাবরক্ষক এবং সুপারভাইজার পদে বিডিও অফিসে কর্মী নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি দুর্দান্ত সুখবর। কারণ, এই রাজ্যেরই বাঁকুড়া জেলায় এই নিয়োগটি করা হচ্ছে। তাই চাকরিপ্রার্থীরা একেবারেই অপেক্ষা না করে এখনই এই প্রতিবেদনটি পড়ে সমস্ত তথ্য জেনে নিন।

কোন পদে আবেদন জানাবেন? পদ অনুসারে কত বেতন পাবেন? কিভাবে আবেদন জানাবেন? কিভাবে নিয়োগ করা হবে? কারা আবেদন জানাতে পারবেন? সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়বেন।

Important Dates

আবেদন শুরু ইতি মধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ ২৫/০৪/২০২৫

Read More: দক্ষিন পূর্ব রেলওয়েতে ১০০৭ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।

পদের বিবরণ

নিয়োগকারী সংস্থা বাঁকুড়া জেলার BDO অফিসে
পদের নাম নিচে বিস্তারিত
শুন্যপদের সংখ্যা২ টি
WB BDO Job Vacancy 2025
WB BDO Job Vacancy 2025

পদের নাম (WB BDO Job Vacancy 2025)

  1. সরকারি হিসাবরক্ষক
  2. সুপারভাইজার

পদ অনুসারে কত বেতন পাবেন?

উভয় পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে, প্রতিমাসে ১০,০০০/- টাকা থেকে ১১,০০০/- টাকার মধ্যে মাসিক বেতন দেওয়া হবে।

কারা আবেদন জানাতে পারবেন?

১) শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের জন্যই চাকরিপ্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এর পাশাপাশি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন জানানো যাবে।

২) অভিজ্ঞতা- প্রতিটি চাকরিপ্রার্থীকে হিসাবরক্ষক বা গ্রুপ-সি এর সমতুল্য কাজের বিষয়ে পূর্ব অভিজ্ঞ হতে হবে। বিশেষত রাজ্যের অথবা কেন্দ্রের সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত ব্যক্তি এখানে আবেদন জানাতে পারবেন।

৩) বয়স সীমা- সর্বোচ্চ ৬৩ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাবটি ০১/০১/২০২৫ তারিখ অনুসারে করা হবে।

৪) অন্যান্য যোগ্যতা- চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ পদ্ধতি (WB BDO Job Vacancy 2025)

কর্তৃপক্ষের তরফে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। তারপরে যোগ্য ব্যক্তির অভিজ্ঞতা এবং অন্যান্য দক্ষতার উপর নির্ভর করে এখানে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন জানাবেন?

এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য আবেদন পত্রটি A-4 পাতায় প্রিন্ট করিয়ে নিন। এরপর আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি সংযুক্ত করে দিন। এরপর মুখবন্ধ কাম করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিন।

কোন কোন নথিপত্রের প্রয়োজন হবে?

  1. EPIC
  2. বয়সের প্রমাণপত্র
  3. বেসিক পে সার্টিফিকেট
  4. পিপিও সার্টিফিকেট
  5. ঠিকানার প্রমাণপত্র

WB BDO Job Vacancy 2025

Official WebsiteClick Here
Official NotificationDownload Pdf

1 thought on “WB BDO Job Vacancy 2025: রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।”

Leave a Comment