WB Courts Recruitment 2025: পশ্চিমবঙ্গের একাধিক আদালতে উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাই কোর্টের লিগ্যাল রাইটস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
বিশেষ করে রাজ্যের যোগ্য ও বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি বড় সুযোগ। যারা সরকারি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পদের তালিকা ও শূন্যপদ
১. অফিস সহকারী (OA) – ৬৮টি পদ
২. ডেভেলপমেন্ট অফিসার (DO) – ৩৪০টি পদ
৩. লিগ্যাল অফিসার (LO) – ২০৪টি পদ
৪. গ্রুপ ডি স্টাফ (GD) – ৬৮টি পদ
৫. আইন সহকারী (LC) – ৫৪৪টি পদ
মোট শূন্যপদ: ১২২৪ টিরও বেশি
Read More: রাজ্য সরকারের নতুন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা! আবারও বাড়বে ভাতার পরিমান।
শিক্ষাগত যোগ্যতা
WB Courts Recruitment 2025 আবেদনে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ১০+২ পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে। উচ্চতর যোগ্যতা থাকলে সেটিও গ্রহণযোগ্য।
বয়সসীমা
- সাধারণ প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৪০ বছর
- SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৪৫ বছর
- OBC প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৪৩ বছর
(সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।)
বেতন কাঠামো (WB Courts Recruitment 2025)
প্রতিমাসে বেতন থাকবে ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে। পদের ভিত্তিতে বেতনের পরিমাণ ভিন্ন হতে পারে।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। প্রার্থীদের আবেদনপত্র যাচাই করে নির্বাচন করা হবে এবং পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
How To Apply For WB Courts Recruitment 2025?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিচের তথ্য যুক্ত করতে হবে:
- প্রার্থীর নাম
- পদের নাম
- পিতা ও মাতার নাম
- জন্ম তারিখ
- স্থায়ী ঠিকানা
- আধার নম্বর
- প্যান কার্ড নম্বর
- শিক্ষাগত যোগ্যতার বিবরণ
- বায়োডাটা বা CV
এই সব তথ্যসহ আবেদনপত্র পাঠাতে হবে নিচের যেকোনো একটি ইমেইলে:
- www.hclrwf@gmail.com
- hclrwf.apply@gmail.com
আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই, ২০২৫
যোগাযোগের মাধ্যম
যেকোনো প্রশ্ন বা বিস্তারিত জানার জন্য WhatsApp নম্বর: 8250872126-এ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যোগাযোগ করা যাবে।
এই নিয়োগ একটি দুর্দান্ত সুযোগ। যারা যোগ্য, তারা দেরি না করে শীঘ্রই আবেদন করুন।
WB Courts Recruitment 2025 Links
Official Notification | Download Now |