WB Govt Hospital Recruitment 2025: রাজ্যের সরকারি হসপিটালে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন।

WB Govt Hospital Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খুশির খবর! এই রাজ্যেরই ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এ বেশ কয়েকটি শূন্য পদ তৈরি হয়েছে। যেখানে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ চলছে। চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিযুক্ত হতে পারবেন।

কোন কোন দপ্তরে নিয়োগটি হতে চলেছে? কারা আবেদন জানাতে পারবে? প্রতি মাসে কত বেতন পাবে? কিভাবে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন জানাবে? ইত্যাদি বিবরণ জেনে নিতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগ কারী সংস্থাডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
পদের নামসিনিয়র রেসিডেন্ট
শূন্য পদের সংখ্যা২২ টি
নিয়োগ পদ্ধতিইন্টারভিউ
আবেদন জমা করার শেষ তারিখ১৬/০৪/২০২৫ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা।
ইন্টারভিউ এর তারিখ১৬/০৪/২০২৫ দুপুর ১টা

Read More: কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্স সংস্থায় ৫৫৮টি শুন্যপদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৬৭ হাজার টাকা।

কোন কোন দপ্তরে নিয়োগটি হতে চলেছে?

  1. এনেস্থশিওলজি
  2. চেস্ট মেডিসিন
  3. জেনারেল মেডিসিন
  4. মাইক্রোবায়োলজি
  5. জেনারেল সার্জারি
  6. অফথালমোলজি
  7. পেডিয়াট্রিক মেডিসিন
  8. সাইকিয়াট্রি

কারা আবেদন জানাতে পারবে?

১) WB Govt Hospital Recruitment 2025 তে উল্লেখিত যেকোনো একটি বিষয়ের উপর MD/MS/DNB/Diploma ডিগ্রী থাকতে হবে।

২) সর্বোচ্চ ৪৫ বছর বা তার থেকে কম বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

৩) পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন।

মাসিক বেতন (WB Govt Hospital Recruitment 2025)

সরকারি হাসপাতালের এই দুর্দান্ত পদে যারা কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তারা প্রতি মাসে ভালো মানের বেতন পাবেন। উচ্চ বেতনের পাশাপাশি মিলবে একাধিক সুযোগ-সুবিধা।

কিভাবে নিয়োগ করা হবে?

এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। তবে প্রাথমিকভাবে এটি ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। পরবর্তীকালে প্রয়োজন এবং কর্মীর কাজের দক্ষতার উপর নির্ভর করে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের সঠিক সময়ে ইন্টারভিউয়ের স্থানে আবেদন পত্র জমা করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গেই আবেদন পত্রটি সংযুক্ত রয়েছে। সেটিকে প্রিন্ট করে হাতে কলমে পূরণ করবেন।

প্রয়োজনীয় নথিপত্র

  1. বয়সের প্রমাণপত্র
  2. MBBS সার্টিফিকেট এবং মার্কশিট
  3. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট
  4. রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  5. আধার কার্ড এবং প্যান কার্ড
  6. পাসপোর্ট সাইজ ছবি
  7. অন্যান্য প্রয়োজনীয় দক্ষতার প্রমাণ ইত্যাদি।

WB Govt Hospital Recruitment 2025

Official Website Click Here
Official Notification Download PDF

1 thought on “WB Govt Hospital Recruitment 2025: রাজ্যের সরকারি হসপিটালে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন।”

Leave a Comment