WB Primary Teacher Recruitment 2025: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড! এখনই বিস্তারিত তথ্য জেনে নিন।

WB Primary Teacher Recruitment 2025: পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। SSC নিয়োগ বিজ্ঞপ্তির পর এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট দিল WBBPE। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই ভেরিফিকেশন কাদের জন্য? কীভাবে হবে ডকুমেন্ট যাচাই? কোন কোন নথি লাগবে? – এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WB Primary Teacher Recruitment 2025

২০২৫ সালের ৪ঠা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলাকারী যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন (WB Primary Teacher Recruitment 2025) প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রক্রিয়া ৯ই জুন ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১৮ই জুন ২০২৫ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ছুটির দিন বাদ দিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চাকরিপ্রার্থীদের নিজ নিজ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করাতে হবে।

Read More: পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ! বয়সসীমা ২৫ থেকে ৩৩ বছর।

কীভাবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন?

WB Primary Teacher Recruitment 2025 মামলাকারী চাকরিপ্রার্থীদের নিজে উপস্থিত থেকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত হতে হবে কলকাতার সল্টলেকে অবস্থিত WBBPE-এর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে।

কাদের জন্য এই বিজ্ঞপ্তি?

এই ডকুমেন্ট ভেরিফিকেশন শুধুমাত্র তাদের জন্য, যারা SLP(C) No. 19139/2024 মামলায় আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের নামের তালিকা প্রকাশ করেছে WBBPE। যাচাই প্রক্রিয়া শুরু হবে ৯ই জুন সকাল ১১টা থেকে।

যোগ্য প্রার্থীদের নামের তালিকা জানতে অবশ্যই WBBPE-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://wbbpe.wb.gov.in) ভিজিট করুন।

কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে?

যোগ্য প্রার্থীদের নিচে উল্লিখিত প্রতিটি নথির মূল কপি এবং স্ব-প্রত্যয়িত (self-attested) জেরক্স কপি সঙ্গে রাখতে হবে:

  1. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  2. ১০/০৮/২০১৭ তারিখের আগে প্রাপ্ত TET পাশ সার্টিফিকেট
  3. জন্মতারিখের প্রমাণপত্র
  4. “IN SERVICE” প্রমাণপত্র (যেমন: নিয়োগপত্র, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, NOC, বেতন স্লিপ, PF স্টেটমেন্ট)
  5. ১৮ মাসের D.El.Ed সার্টিফিকেট
  6. Primary Teachers Recruitment Process 2022-এর রেজিস্ট্রেশন স্লিপ
  7. বাসস্থানের প্রমাণপত্র
  8. ভোটার ID বা আধার কার্ড
  9. জুলাই ২০১৭ পর্যন্ত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
  10. PF/EPF স্টেটমেন্ট
  11. আয়কর রিটার্ন (IT Return)
  12. মামলাকারী হিসাবে প্রয়োজনীয় অন্যান্য প্রমাণপত্র

গুরুত্বপূর্ণ: ডকুমেন্ট যাচাই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মামলাকারী যোগ্য প্রার্থীদের অবশ্যই ৩০.০৫.২০২৫ তারিখে প্রকাশিত Notification Memo No. 1129/WBBPE/2025/1086L–05/25-টি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে দেখে নিতে হবে।

Leave a Comment