Double Money: টাকা হয়ে যাবে ডবল! এই স্কিমে ৩ লাখ টাকা রাখলে পাবেন ৬ লাখ টাকা, দেখে নিন হিসেব

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নিজের পরিবারকে সুখী রাখতে কে না চায়! আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের পরিবার । সেই পরিবারের সুখ – স্বাচ্ছন্দ্য দেখা , পরিবারকে সুখী রাখা আমাদের কর্তব্য। তেমনভাবেই আমাদের অবর্তমানে যাতে পরিবারের কোনো অসুবিধা না হয় বা আকস্মিক কোন বিপদে যাতে আমাদের পরিবারকে অথৈ জলে পড়তে না হয় – সেটা খেয়াল রাখাও আমাদের কর্তব্য । তাই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অর্থ সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ ।

ব্যাংক, নানাবিধ ইন্সুরেন্স কোম্পানি, পোস্ট অফিস ইত্যাদিতে আমরা ছোট বড় বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে অর্থ সঞ্চয় করে থাকি। সেই সঞ্চয়ের উপর একটা নির্দিষ্ট হারে সুদও (Interest) পাই আমরা। ফলে আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পায়। কিন্তু যদি এমন কোন প্রকল্প থাকে যাতে আমাদের আজকের বিনিয়োগ (Investment) করা টাকা একটা নির্দিষ্ট সময় পরে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে কার না ভালো লাগবে! চলুন , আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন রকমের ছোট বড় সঞ্চয় প্রকল্প (scheme) আছে। আবার এমনও কিছু প্রকল্প আছে যেখানে আপনি স্বল্প বিনিয়োগে অনেক বেশি লাভবান হতে পারবেন। এমনই একটি প্রকল্প হল “কিষান বিকাশ পত্র” প্রকল্প (KVF scheme) ।

প্রকল্পটির বিশেষত্ব :

“কিষান বিকাশ পত্র” (Kisan Vikas Patra Yojana) প্রকল্পটির বিশেষত্ব হলো – এই প্রকল্পে আজকে আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, ১১৫ মাস পরে তা সুদে-আসলে দ্বিগুণ হয়ে যাবে। এই প্রকল্পের সরকার বিনিয়োগের উপরে ৭.৫ শতাংশ হারে সুদ (7.5% interest) দেবে।

নিরাপত্তা :

যেহেতু , এই প্রকল্পটি পোস্ট অফিসের প্রকল্প এবং এক্ষেত্রে আপনি বিনিয়োগও করবেন পোস্ট অফিসে – তাই আপনার অর্থ সম্পূর্ণ নিরাপদে থাকবে। এছাড়া বিনিয়োগ করা অর্থের পরিমাণ ১১৫ মাস পরে দ্বিগুণ হয়ে যাবার কারণে এই প্রকল্পটি সকলের জন্য বেশ উপকারী।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি :

“কিষান বিকাশ পত্র” প্রকল্পটিতে সকল মানুষ আবেদন করতে পারবেন। এমনকি নাবালক নাবালিকারাও আবেদন করতে পারে এই প্রকল্পে ।১০ বছরের নিচে থাকার যে কোন নাবালক নাবালিকার নামে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা । সে ক্ষেত্রে নাবালক বা নাবালিকার অভিভাবকের পক্ষে অ্যাকাউন্ট খোলা হবে। আপনার সন্তানের বয়স ১০ বছর পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই সেই অ্যাকাউন্ট আপনার সন্তানের নামে স্থানান্তরিত করে দেওয়া হবে।

বিনিয়োগের পরিমাণ :

এই প্রকল্পের অধীনে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ (capital) করতে পারবেন । এছাড়া আপনার সুবিধামতো আপনি বিনিয়োগের পরিমাণ বাড়াতেও পারবেন । ১০০ টাকা গুনে বিনিয়োগ করতে পারবেন। উদাহরণ স্বরূপ :- আপনি এককালীন তিন লক্ষ টাকা বিনিয়োগ করলে ১১৫ মাস পরে আপনাকে একত্রে ছয় লক্ষ টাকা ফেরত দেওয়া হবে।

সুদের পরিমাণ :

এই প্রকল্পের অধীনে আপনার বিনিয়োগ করা টাকার উপর বার্ষিক ৭.৫ শতাংশ পরিমাণ পরিমাণে সুদ দেওয়া হবে । অর্থাৎ এই প্রকল্পে আপনি চক্রবৃদ্ধি সুদ তথা সুদের ওপরেও সুদের সুবিধা পাবেন। এ ছাড়া আপনি প্রয়োজনে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ এই প্রকল্পে নমিনির সুবিধাও উপলব্ধ।

প্রকল্পটি যখন প্রস্তাবিত হয়েছিল সেই সময়ে এর সময়কাল রাখা হয়েছিল ১২৩ মাস। কিন্তু জানুয়ারিতে সেই সময়কাল কমিয়ে ১২০ মাসের নামানো হয়েছিল। আর এখন সেটাকে আরো কমিয়ে ১১৫ মাসে করা হয়েছে। তাই আর দেরি না করেএখনই বিনিয়োগ করুন “কিষান বিকাশ পত্র” প্রকল্পে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন