Post Office Scheme: প্রতি মাসে ২০,০০০ টাকা পাবেন ঘরে বসেই, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Post Office Scheme: চাকরি জীবন থেকে অবসর (Retirement) নেওয়ার পরে প্রতিটি মানুষই চান অবসরপ্রাপ্ত জীবনটা পরিবার-পরিজনকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে। কিন্তু অবসর জীবনের বা বৃদ্ধ বয়সের একটা সমস্যা হল এই সময় কোন রকম নিয়মিত আয় (Income) থাকে না। ফলে অনেক সময়েই এই বৃদ্ধ বয়সে মানুষকে অনেক রকম অসুবিধায় পড়তে হয়।

তাই সিনিয়র সিটিজেন (Senior citizen) এবং অবসরপ্রাপ্ত মানুষদের কথা মাথায় রেখে পোস্ট অফিস (Post office) একটি নতুন সেভিংস স্কিম (Savings scheme) চালু করেছে। পোস্ট অফিসে বিভিন্ন রকম সেভিংস স্কিম উপলব্ধ। তার মধ্যে অন্যতম হলো “সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম” (Senior Citizen Savings Scheme)। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো।

বিনিয়োগের পরিমাণ:

এই “সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে” আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ লাখ টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনেও প্রতি মাসে আপনার একটি নিয়মিত আয়ে থাকবে। ফলে আপনাকে কোন প্রকার আর্থিক সংকটে পড়তে হবে না।

সুদের পরিমাণ:

২০২৪ সালের আগে পর্যন্ত বিনিয়োগের ওপরে ৮% দেওয়া হতো যা ব্যাংকে যে কোন ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) এর উপরে দেওয়া সুদের থেকে অনেক বেশি।

কিন্তু ২০২৪ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার এই স্কিমে সুদের পরিমাণ বাড়িয়ে ৮.২% করেছে। অর্থাৎ এখন থেকে আপনি বিনিয়োগের উপরে ৮.২% হারে সুদ পাবেনস। সিনিয়র সিটিজেনদের আর্থিক সুবিধার কথা চিন্তা করেই কেন্দ্রীয় সরকারের এমন পরিকল্পনা। এই স্কিমে বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ২০ হাজার টাকা অবধি আয় করতে পারবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

স্কিমের মেয়াদ:

এই “সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম” (Senior Citizen Savings Scheme) এর মেয়াদ সর্বোচ্চ ৫ বছর। তবে আপনি চাইলে নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত টাকা তুলে নিতে পারেন।এক্ষেত্রে আপনাকে জরিমানা(Fine) দিতে হবে।

বয়স সীমা:

সাধারণভাবে ৬০ বছর বয়সে অবসর প্রাপ্তির পরে যে কোন ব্যক্তি নিয়মমাফিক এইস স্কিমে বিনিয়োগ করতে পারে। ডিআরএস(DRS) প্রাপ্ত কর্মীদের জন্য কিছুটা বয়সের ছাড় দিয়ে সেই সীমা ৫৫ বছরে আনা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ৫০ বছরের বেশি বয়স হলেই বিনিয়োগ করতে পারবেন। আরো কিছু বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য রয়েছে বয়সের বিশেষ ছাড় ।

কর ছাড়ের সুবিধা:

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রয়েছে কর ছাড়ের বিশেষ সুবিধা। আপনাকে আয়কর আইনের(Income Tax) ধারা ৮০সি মেনে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হবে।

নমিনি:

স্কিমে নমিনির সুবিধা আছে। নির্দিষ্ট সময়ের আগেই যদি অ্যাকাউন্ট হোল্ডারের (Account Holder) মৃত্যু হয়, তবে তার অ্যাকাউন্টটি নমিনিকে(Nominee) হস্তান্তর করা হবে।

এছাড়া এই স্কিম সম্পূর্ণভাবে নিরাপদ। কারণ এটি পোস্ট অফিসের স্কিম। তাই আপনি বিনিয়োগও করছেন সরকারের অধীনে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন