Eshram Card: ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য একটি ছাতা প্রকল্পের মাধ্যমে একাধিক প্রকল্পকে একত্রিত করেছে কেন্দ্রীয় সরকার। দুর্দান্ত ছাতা প্রকল্পের নাম- ই শ্রম কার্ড প্রকল্প। ভারতবর্ষের অস্থায়ী শ্রমিকদের জীবনযাত্রা সংক্রান্ত একাধিক পর্যায়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করেন শ্রমিকরা।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, শ্রমিকরা অনলাইন মাধ্যমেই নিজেদের টাকা ঢোকার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এর পাশাপাশি নতুন আবেদনের পর আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটিও দেখে নিতে পারবেন উপভোক্তারা। এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
Eshram Card Details
ভারতবর্ষের অস্থায়ী শ্রমিকদের সাধারণত জীবন যাত্রার খেলায় বরাবরই বঞ্চিত থেকে যেতে হয়েছে। কারণ প্রতিদিনের রোদে রোজগার থেকে তাদের দিন অতিবাহিত করতে হয়। এর ফলে যখন কাজ থাকে না, তখন পেট চালানোর মতো সঞ্চয়টুকুও থাকে না এই সমস্ত শ্রমিক পরিবারের কাছে।
Read More: আর দিতে হবে না বিদ্যুৎ বিল! মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে দরিদ্র পরিবারদের জন্য সুখবর।
শ্রমিক শ্রেণীর এই ভয়াবহ দুর্দশার অবসরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ই শ্রম কার্ড নামক এই দুর্দান্ত প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একাধিক খাতে দেশের অস্থায়ী শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে থাকে কেন্দ্র।
Eshram Card: সুযোগ সুবিধা
১) বৃদ্ধকালীন অবস্থার জীবন যাপনের জন্য প্রতিমাসের আর্থিক ভাতা হিসাবে ৩০০০ টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার।
২) এই প্রকল্পের মাধ্যমে অস্থায়ী শ্রমিকেরা প্রতি মাসে এক হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
৩) বিভিন্ন আপদকালীন অবস্থায় চিকিৎসগত খরচের সম্মুখীন হলে শ্রমিক শ্রেণীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং স্বল্পমূল্যে ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়।
৪) এর পাশাপাশি শ্রমিকের স্ত্রী গর্ভধারণ করলে তার যাবতীয় চিকিৎসাগত খরচ এবং খাদ্য দ্রব্যের চাহিদা, মেটানোর জন্য আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার।
Eshram Card Apply Online
উল্লেখিত দুর্দান্ত প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক শ্রমিককে আবশ্যিকভাবে অসংগঠিতভাবে কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই শ্রমিকেরা প্রকল্পে আবেদনের জন্য eshram.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের পাশাপাশি আবেদন জানানো হয়ে গেলে স্ট্যাটাস চেক অপশনে গিয়ে আবেদনের স্ট্যাটাস কিংবা আর্থিক সহায়তা পাওয়ার স্ট্যাটাস দেখে নিতে পারবেন।