Hasir Alo Scheme: রাজ্যবাসী পাবে, ইলেকট্রিক বিলে ১০০% ছাড়! হাসির আলো স্কীম চালু।

Hasir Alo Scheme: পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিকভাবে অনগ্রসর পরিবার গুলিকে সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার একাধিক সুযোগ-সুবিধা প্রদান করছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিরাচরিত শক্তির ব্যবহার কমিয়ে বিদ্যুৎ তৈরীর ক্ষেত্রে অচিরাচরিত শক্তির ব্যবহারের দিকে দৃষ্টিপাত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে বহুবার একাধিক সমস্যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অন্যভাবে বিদ্যুতের ছাড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এই পরিকল্পনা মোতাবেক কেন্দ্রীয় সরকারের সৌর ঘর প্রকল্পের মাধ্যমে নয়, বরং রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর বিদ্যুতের বিলের ১০০% ছাড় দেওয়া হবে বলে জানাচ্ছে রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা কোন পরিবারগুলি পাবেন? কিভাবে এই প্রকল্পের সুবিধা গুলি গ্রহণ করবেন? প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী? ইত্যাদি প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

Hasir Alo Scheme of West Bengal

এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় রাজ্যবাসীকে। অনেক সময় অতিরিক্ত ইলেকট্রিক বিল আসা কিংবা দিনের যেকোনো সময় বিদ্যুতের সংযোগ চলে যাওয়া -এই ধরনের সমস্যাগুলি সর্বদাই বহাল রয়েছে।

Read More: ইউকো ব্যাংকে অফিসার পদে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করুন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ধরনের সমস্যাগুলোর সমাধানের উদ্দেশ্যে বহুদিন ধরেই যথাসম্ভব কাজ করে চলেছে। সম্প্রতি এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাসির আলো নামক প্রকল্পটি শুরু করা হয়েছে।

Hasir Alo Scheme Benefit

এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারগুলিকে বিদ্যুতের বিলে আকর্ষণীয় ছাড় দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত পরিবার গুলি তিন মাসে ৭৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের বিদ্যুৎ বিল সম্পূর্ণভাবে মুকুব করা হবে বলে জানানো হচ্ছে। দুর্দান্ত এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক পরিবার সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে পারবেন।

Hasir Alo Scheme Eligibility Criteria

১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা এই দুর্দান্ত প্রকল্পের কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দারাই আবেদন জানাতে পারবেন।

২) রাজ্যের যে সমস্ত বাসিন্দাদের AAY রেশন কার্ড অথবা বিপিএল সার্টিফিকেট রয়েছে তারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

How to Apply For Hasir Alo Scheme

এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক ব্যক্তিকে তার পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রসহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি প্রয়োজনে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই প্রকল্পে আবেদন জানানো যাবে।

Official Website Link

Leave a Comment