PAN 2.0: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় প্যানকার্ডের নতুন ভার্সন নিয়ে আসা হয়েছে। বিভিন্ন গ্রাহকেরা ইতিমধ্যেই নিজেদের পুরনো প্যান কার্ডটিকে নতুন ভার্সনের রূপান্তরিত করে ফেলেছেন। আবার অনেকেই রয়েছেন যারা এই নতুন সুবিধা একেবারেই গ্রহণ করতে নারাজ।
কিন্তু আসলে কি এই নতুন প্যান কার্ড অর্থাৎ PAN 2.0 ব্যবহার করা নিরাপদ? এর ফলে কি ভারতীয় লেনদেনের ক্ষেত্রে কোন প্রভাব পড়তে পারে? এই উত্তরগুলো জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো ভারতবর্ষেদের পার্মানেন্ট একাউন্ট নম্বর বা প্যান এর ব্যবস্থা। প্রতিটি ভারতবাসী প্রয়োজনে তাদের নামের একটি প্যান কার্ড রাখতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি একজন ব্যক্তির যাবতীয় লেনদেনের প্রক্রিয়া গচ্ছিত রাখার ডিজিটাল মাধ্যমও বটে।
প্যান ২.০
বেশ কিছু মাস আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্যান কার্ডের সুরক্ষা কবচ আরো দৃঢ় করার জন্য PAN 2.0 প্রকল্প নিয়ে আসা হয়েছে।
Read More: রেলওয়েতে ১০৮টি শুন্যপদে কর্মী নিয়োগ! মহিলারাও আবেদন করতে পারবেন।
PAN 2.0 এর সুযোগ সুবিধা
১) একজন ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের ক্ষেত্রে নতুন ভার্সনের এই প্যান কার্ড অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠেছে। নতুন প্যান কার্ডের মধ্যে একটি QR কোড থাকার কারণে অত্যন্ত সহজে দ্রুত পদ্ধতি অবলম্বন করে প্যান কার্ডের বৈধতা এবং তথ্য যাচাই করা সম্ভব হয়।
২) PAN 2.0 এর মাধ্যমে ভারতীয় উপভোক্তাদের লেনদেন প্রক্রিয়া আরো দ্রুত এবং সহজতরভাবে সম্ভব হবে।
৩) এর পাশাপাশি এই নতুন ভার্সনের প্যান কার্ড গ্রাহকদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
৪) দ্রুত পরিষেবার পাশাপাশি গ্রাহকদের কাছে তাদের বিভিন্ন তথ্য ব্যবহারের স্বচ্ছতা বজায় থাকবে এই নতুন প্যান কার্ডের মাধ্যমে।
৫) প্যান কার্ডের সঙ্গে যেকোনো ধরনের কেওয়াইসি প্রক্রিয়ার পদ্ধতি আরো অনেক সহজভাবে করা সম্ভব হবে।
নতুন ভার্সন এর প্যান কার্ড কি নিতেই হবে?
না, এখনো পর্যন্ত নতুন ভার্সন এর প্যান কার্ড গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি পুরনো প্যান কার্ডের নম্বর এবং নতুন প্যান কার্ডের নম্বর একজন গ্রাহকের জন্য অপরিবর্তিত থাকবে।
তাই গ্রাহকদের ক্ষেত্রে নতুন প্যান কার্ড বা পুরনো প্যান কার্ডের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তবে পুরনো প্যানকার্ডের কোনরকম পরিবর্তন বা আপডেট করালে সরকারি দপ্তরের পক্ষ থেকে নতুন QR কোড যুক্ত প্যান কার্ড প্রদান করা হবে।
Important Links
PAN 2.0 | Click Here |