Pathasree Prakolpo 2025: পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নের জন্য এই রাজ্যের রাজ্য সরকার একাধিক পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা মেনে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন শহর অঞ্চলের যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটেছে। তবে এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির দিকে দৃষ্টিপাত করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির উন্নয়নের উদ্দেশ্যে সম্প্রতি রাজ্য বাজেটে পথশ্রী নামক এক দুর্দান্ত প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে এই দুর্দান্ত প্রকল্পের সাহায্যে রাজ্যের সাধারণ মানুষেরা কোন কোন সুবিধা পাবেন? কিভাবে গ্রামের উন্নয়ন ঘটানো হবে? অর্থ প্রতিমন্ত্রী কী ঘোষণা করেছেন? ইত্যাদি প্রশ্নের যথাযথ উত্তর আলোচনা করা হলো।
Read More: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু! বিনামুল্যে কর্মমুখী প্রশিক্ষন, চাকরি ও স্টাইপেন্ড।
গ্রামের মানুষদের জন্য পথশ্রী প্রকল্প
সম্প্রতি ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় যখন সমগ্র রাজ্যবাসী বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের (Pathasree Prakolpo 2025) আর্থিক সহায়তা বৃদ্ধির আশা করেছিলেন, সেই সময়েই রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত প্রকল্পের ঘোষণা করা হয়। এরই নাম- পথশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে প্রথমবারের জন্য এই প্রকল্প শুরু করেছিলেন।
প্রকল্পের অগ্রগতি (Pathasree Prakolpo 2025)
পশ্চিমবঙ্গ রাজ্যে পথশ্রী প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যের প্রচুর গ্রামাঞ্চলে পাকা রাস্তা তৈরি হয়েছে। যার ফলে গ্রামে থাকা মানুষদের কাছে একাধিক সুযোগ-সুবিধা এবং পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিগত বছরের রাজ্য বাজেটে এই প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিলোমিটারের পাকা রাস্তা তৈরীর পরিকল্পনা করে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে অর্থ ব্যয় করে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক গ্রামাঞ্চল মিলিয়ে মোট ৩৭ হাজার কিলোমিটারের পাকা রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার।
পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের উন্নতি
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর পরিমাণে গ্রামাঞ্চল এমন রয়েছে যেখানে ইলেকট্রিক লাইন কিংবা পাকা রাস্তার কোনো সুযোগ-সুবিধাই নেই। সমস্ত গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবা এবং পাকা রাস্তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছরেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে একটি টার্গেট নির্ধারণ করা হয়।
পথশ্রী প্রকল্প নিয়ে অর্থ প্রতিমন্ত্রীর ঘোষণা
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঐদিন তিনি আগামী অর্থ বর্ষে এই দুর্দান্ত প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী অর্থবছর মধ্যে যাতে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক গ্রামে পাকা রাস্তা তৈরি করে দেওয়া যায়, সেই দিকেই এখন লক্ষ্য স্থির করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
1 thought on “Pathasree Prakolpo 2025: রাজ্য বাজেটে পথশ্রী প্রকল্পে বরাদ্দ ১৫০০ কোটি টাকা, গ্রাম বাংলার সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের নতুন প্রকল্প।”