SBI Loan Scheme 2025: SBI চালু করল মহিলাদের জন্য সেরা স্কিম! এখন ঘরে বসেই পাবেন মোটা অঙ্কের লোন।

SBI Loan Scheme 2025: দুর্দান্ত লোন প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে সহায়তা করতে চলেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের একাধিক নাগরিকের জন্য আলাদা আলাদা বিভিন্ন প্রকল্প চালু রাখা হয়েছে। যেখানে বিনিয়োগ স্কিম থেকে শুরু করে লোন প্রদানের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে যান ভারতবাসীরা।

SBI লোন প্রকল্প

সম্প্রতি CIBIL এর পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মহিলাদের পক্ষ থেকে ব্যবসায়িক খাতে লোন গ্রহণের উদ্যোগ যথেষ্ট পরিমাণে কম রয়েছে। যার ফলে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, ভারতীয় মহিলারা ব্যক্তিগত ঋণ কিংবা অন্যান্য খাতে ঋণ গ্রহণ করলেও ব্যবহার খাতে খুব বেশি ঋণ গ্রহণ করছেন না।

অর্থাৎ মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসার দূর-দূরান্ত পর্যন্ত কোন কিনারা পাওয়া যাচ্ছে না। দেশের মহিলাদের অগ্রগতির জন্য তাদের ব্যবসায়িক জীবনে পদার্পণ যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। এই কারণেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি দুর্দান্ত লোন প্রকল্প (SBI Loan Scheme 2025) নিয়ে আসা হয়েছে।

Read More: বিনামূল্যে প্রশিক্ষন দিয়ে মহিলাদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে কেন্দ্র! নমো ড্রোন দিদি প্রকল্প।

ভারতবর্ষের মহিলারা যাতে তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত সহজ উপায়ে, অল্প সুদে, জামানত মুক্ত লোন পেতে সক্ষম হন, সেই বিষয়টি চিন্তা করেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি দুর্দান্ত লোন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পটি মূলত সমগ্র বাংলা সহ ভারতবর্ষের নারীদের ব্যবসা শুরু করতে এবং তার অগ্রগতি ঘটাতে উৎসাহিত করবে। এই দুর্দান্ত প্রকল্পের নাম দেওয়া হয়েছে- ‘এসবিআই অস্মিতা’ প্রকল্প।

ঋণ গ্রহণের পাশাপাশি পাবেন এই প্রকল্পের ডেবিট কার্ড

ব্যবসায়িক কর্মে যুক্ত মহিলাদের আরো অধিক পরিমাণে উৎসাহিত করার উদ্দেশ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে “নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ড” নামক RuPay দ্বারা চালিত দুর্দান্ত ডেবিট কার্ড প্রদান করা হচ্ছে। এই কার্ডের দ্বারা ভারতবর্ষের নারীরা বিভিন্ন খাতে নিজেদের সঞ্চয় করা অর্থ খরচ করতে পারবেন। এর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য তৎক্ষণাৎ টাকা উইথড্র করার সুযোগ থাকবে মহিলাদের কাছে।

প্রকল্পে আবেদনের নিয়ম (SBI Loan Scheme 2025)

নারী ক্ষমতার অগ্রগতির উদ্দেশ্যে শুরু হওয়া নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ড এবং এসবিআই অস্মিতা নামক উভয় প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলাদের সরাসরি তাদের বাসস্থানের নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর ব্রাঞ্চের পক্ষ থেকে এই প্রকল্পে আবেদনের সমস্ত নিয়মকানুন জানিয়ে দেওয়া হবে।

Important Links

SBI Loan Scheme 2025

SBI Asmita

Nari Shakti Platinum Debit Card

1 thought on “SBI Loan Scheme 2025: SBI চালু করল মহিলাদের জন্য সেরা স্কিম! এখন ঘরে বসেই পাবেন মোটা অঙ্কের লোন।”

Leave a Comment