WB Ration List 2025: ভারতবর্ষের গরীব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে সহায়তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু রাখা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বের মধ্যে সমগ্র রাজ্যবাসীর খাদ্য সুরক্ষার বিষয়টিও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ।
এই কারণে প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে চাল, গম কিংবা চিনির মতো প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করা হয়।
WB Ration List 2025
প্রতিমাসের শুরুতে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি গ্রাহকের মোবাইল নম্বরে প্রাপ্ত রেশনের পরিমাণ জানিয়ে দেওয়া হয়। তাহলে এই মার্চ মাসে গ্রাহকেরা কোন কোন খাদ্যদ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন? প্রতিটি খাদ্যদ্রব্য কোন কার্ডের বিনিময়ে কতটা করে পাবেন? তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজকের প্রতিবেদনে।
Read More: দেশের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে মোদী।
প্রতিমাসের মতো এই মাসেও রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি গ্রাহকের জন্য নির্দিষ্ট পরিমাণ রেশনের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের জন্য বর্তমানে মোট ৫ ধরনের রেশন কার্ড চালু রয়েছে। এগুলি হল-
- অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
- বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH)
- অগ্রাধিকার পরিবার (PHH)
- রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-1)
- রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-2)
চলতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তর থেকে প্রকাশিত রেশনের তালিকা অনুসারে কোন কার্ডের গ্রাহক কত পরিমান রেশন পাবেন, তা নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো-
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
এই কার্ডের গ্রাহকেরা সাধারণত অত্যধিক দরিদ্র পরিবারে বসবাস করে থাকেন। এই সমস্ত পরিবারগুলিকে খাদ্য সুরক্ষা প্রদানের জন্য এই মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম এবং চিনি ১ চিনি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH)
রাজ্যের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি এই রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে পর্যাপ্ত পরিমাণ রেশন পেয়ে থাকেন। এই মাসে উল্লেখিত দুটি কার্ডের গ্রাহকেরা ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন।
RKSY-1 ও RKSY-2
রাজ্যের মধ্যবিত্ত পরিবারগুলিকে এই রেশন কার্ডের মাধ্যমে (WB Ration List 2025) খাদ্য সুরক্ষার প্রদান করে থাকে রাজ্য সরকার। উভয় কার্ডের প্রথমটির গ্রাহকেরা এই মাসে মোট পাঁচ কেজি চাল এবং দ্বিতীয়টির গ্রাহকেরা মোট ২ কেজি চাল পাবেন।
এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের পার্বত্য এলাকা কিংবা জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও চলতি মাসের রমজান উৎসব উপলক্ষে গ্রাহকদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে রেশন দোকান থেকে অতিরিক্ত কিছু সামগ্রী পেতে সক্ষম হবেন উপভোক্তারা।
WB Ration List 2025 | Click Here |