WB Student Credit Card 2025: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন শুরু! মাধ্যমিক পাশেই মিলবে ১০ লাখ টাকা।

WB Student Credit Card 2025: পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে এখনও বহু ছাত্রছাত্রী আছেন, যারা পেশাগত কোর্স বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন প্রায়ই অধরাই থেকে যায়। এবার সেই সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শুরু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, যাতে স্নাতক থেকে স্নাতকোত্তর বা গবেষণামূলক পড়াশোনা – সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা সহজে ঋণ পেতে পারেন।

এখনও অনেকেই এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানেন না। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে সমস্ত তথ্যগুলি সহজভাবে তুলে ধরা হল।

রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড

২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই WB Student Credit Card 2025 চালু করেছে, যাতে উচ্চশিক্ষার খরচ আর কোনো মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্নের পথে বাধা না হয়। এই কার্ডের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে গেলে টিউশন ফি, কলেজ ফি, বই কেনা, ল্যাপটপ বা মোবাইলের খরচ- সবই বহন করা সম্ভব।

Read More: উচ্চমাধ্যমিক পাশ ছাত্রীদের জন্য চালু হল নতুন স্কলারশিপ! বার্ষিক বৃত্তি পাবেন ১.৫ লক্ষ টাকা।

কত টাকা পর্যন্ত ঋণ?

এই প্রকল্পে এক একজন ছাত্রছাত্রী সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সাধারণত সেমিস্টার বা শিক্ষাবর্ষের ভিত্তিতে এই টাকা সরাসরি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। প্রয়োজনে বই বা ল্যাপটপের মতো অতিরিক্ত খরচের জন্যও আলাদা করে টাকা তোলা যায়।

কাদের জন্য এই ঋণ?

এই লোন সাধারণ এডুকেশনাল লোন বা পার্সোনাল লোনের থেকে একদমই আলাদা। মাধ্যমিক উত্তীর্ণ যেকোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্য পেশাগত কোর্স- সব ক্ষেত্রেই এই ঋণ প্রযোজ্য। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের অন্য রাজ্য বা বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেও এই লোনের সুবিধা পাওয়া যায়।

WB Student Credit Card 2025 এর যোগ্যতা

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা অন্তত ১০ বছর ধরে রাজ্যে থাকতে হবে।
২) বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) কোন স্বীকৃত একাডেমিতে ভর্তি হতে হবে।

কীভাবে ঋণ দেওয়া হয়?

প্রথমে অনলাইনে আবেদন করার পর প্রতিষ্ঠানের তরফে যাচাই হয়। তারপর উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে ঋণ মঞ্জুর হয়। রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। পড়ুয়ারা সেমিস্টার শেষে প্রগ্রেস রিপোর্ট জমা দেন।

কীভাবে ঋণ শোধ করতে হবে?

WB Student Credit Card 2025 এই লোন নিতে গিয়ে অনেকেই ঋণ শোধের নিয়ম নিয়ে দ্বিধায় থাকেন। পড়াশোনা শেষ বা চাকরি পাওয়ার এক বছর পর থেকে মাসিক কিস্তিতে ঋণ শোধ শুরু করতে হয়। ন্যূনতম ৪% সুদে এই ঋণ পর্যাপ্ত সময়ের মধ্যে শোধ করা সম্ভব।

How To Apply For WB Student Credit Card 2025?

  1. আবেদন করতে হলে www.wb.gov.in, https://banglaruchachashiksha.wb.gov.in বা https://wbscc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর ও আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. রেজিস্ট্রেশনের পর ইউনিক আইডি পেয়ে লগইন করে পুরো আবেদনপত্র পূরণ করতে হয়।
  3. কোর্স চলাকালীন যেকোনো সময় এই কার্ডের জন্য আবেদন করা যায়।

1 thought on “WB Student Credit Card 2025: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন শুরু! মাধ্যমিক পাশেই মিলবে ১০ লাখ টাকা।”

Leave a Comment