HDFC Scholarship 2025: মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য এক নতুন সুযোগ! ভারতের মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এবার এগিয়ে এল দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসি। “পরিবর্তন স্কলারশিপ” নামক এই উদ্যোগের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাগত কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আর্থিক সহায়তা লাভের সুযোগ পাবেন।
দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে, ঠিক তখনই বহু দরিদ্র পরিবারে শিক্ষার অভাবে স্বপ্ন থেমে যাচ্ছে। সেই প্রেক্ষিতেই উচ্চশিক্ষার খরচ সামলাতে না পারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে HDFC Bank।
Read More: অবশেষে প্রকাশিত হল SLST পরীক্ষার তারিখ! কবে ফিরতে চলেছে চাকরি,জেনে নিন বিস্তারিত।
আবেদনের যোগ্যতা (HDFC Scholarship 2025)
পরিবর্তন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের নীচের যোগ্যতাগুলি পূরণ করতে হবে:
- প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি, অথবা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত হতে হবে।
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে পরবর্তী শ্রেণিতে ভর্তি হয়ে থাকলে আবেদন করা যাবে।
- আগের পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- ভারতের যেকোনো রাজ্যের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গও অন্তর্ভুক্ত।
বৃত্তির পরিমাণ
স্কলারশিপের পরিমাণ শিক্ষার স্তরের উপর নির্ভর করে বিভিন্ন রকম হতে পারে।
| প্রথম–ষষ্ঠ শ্রেণি | বার্ষিক ১৫,০০০ টাকা |
| সপ্তম–দ্বাদশ শ্রেণি | বার্ষিক ১৮,০০০ টাকা |
| আইটিআই/ডিপ্লোমা/পলিটেকনিক | বার্ষিক ১৮,০০০ টাকা |
| সাধারণ স্নাতক | বার্ষিক ৩০,০০০ টাকা |
| স্নাতকোত্তর | বার্ষিক ৩৫,০০০ টাকা |
| পেশাগত স্নাতক | বার্ষিক ৫০,০০০ টাকা |
| পেশাগত স্নাতকোত্তর | বার্ষিক ৭৫,০০০ টাকা |
How To Apply For HDFC Scholarship 2025?
HDFC পরিবর্তন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইন।
- প্রথমে Buddy4Study ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করুন।
- রেজিস্ট্রেশনের পর ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
- HDFC Scholarship অপশনটি নির্বাচন করুন এবং আবেদন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে সাবমিট করুন।
আবেদনের শেষ তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫

1 thought on “HDFC Scholarship 2025: ‘পরিবর্তন স্কলারশিপ’ চালু! প্রথম শ্রেণী থেকে মাস্টার্স স্তরের পড়ুয়াদের জন্য বছরে ৭৫,০০০ টাকা বৃত্তি।”