HS Pass Scholarship 2025: উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য সেরা ৫টি স্কলারশিপ! আবেদন করলেই মিলবে ১৫,০০০ টাকা পর্যন্ত।

HS Pass Scholarship 2025: বহু প্রতীক্ষার পর অবশেষে ৫০ দিনের মধ্যেই প্রকাশিত হলো ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সংসদের ঘোষণা অনুযায়ী, এই বছর প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৭২ জন কৃতি ছাত্র-ছাত্রী। গত ১০ বছরের তুলনায় এটি সর্বোত্তম ফলাফল।

এই বছর পাশের হার বেড়েছে, যা নিঃসন্দেহে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রতিফলন। ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ এই পরীক্ষার ফলাফল ভবিষ্যতের উচ্চ শিক্ষা ও চাকরির জন্য পথ খুলে দেয়।

উচ্চ শিক্ষার পথে অর্থনৈতিক প্রতিবন্ধকতা

অনেক ছাত্র-ছাত্রী তাদের স্বপ্নের পথে এগোতে চাইলেও অর্থনৈতিক সংকট তাদের পিছনে টেনে ধরে। বিশেষ করে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের পক্ষে কলেজে ভর্তি হওয়া কিংবা পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

তবে সুখবর হলো, রাজ্য ও কেন্দ্র সরকার সহ কিছু বেসরকারি সংস্থা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ (HS Pass Scholarship 2025) চালু রেখেছে। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব উচ্চমাধ্যমিক পাশ করার পর পাওয়া যায় এমন সেরা ৫টি স্কলারশিপ সম্পর্কে।

Read More: পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় গ্রুপ C ক্লার্ক পদে চাকরি! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ।

১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)

রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়, যারা কলেজে বা পেশাগত কোর্সে ভর্তি হয়েছে।

  1. ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং/পলিটেকনিক কোর্সে: ৬০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি।
  2. সাধারণ গ্র্যাজুয়েশন: ১২,০০০ – ১৮,০০০ টাকা।
  3. পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ার ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য।
  4. যোগ্যতা: উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর, এবং বার্ষিক পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার নিচে হতে হবে।

👉 Apply NowHS Pass Scholarship 2025

২) নবান্ন স্কলারশিপ (Chief Minister Relief Fund)

মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হয় এই স্কলারশিপ, যা মূলত দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য।

  • স্কলারশিপ পরিমাণ: ১০,০০০ টাকা।
  • যোগ্যতা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৫০%-এর বেশি নম্বর, এবং বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে

👉 Apply NowHS Pass Scholarship 2025

৩) ন্যাশনাল স্কলারশিপ (NSP Portal)

কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত এই স্কলারশিপে আপনি পেতে পারেন ১০,০০০ – ৫০,০০০ পর্যন্ত বৃত্তি।

যোগ্যতা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৫০% নম্বর, এবং পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম
এই স্কলারশিপে ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যায়।

৪) জিপি বিড়লা স্কলারশিপ (HS Pass Scholarship 2025)

জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন পরিচালিত এই স্কলারশিপ বেসরকারি হলেও অত্যন্ত সহায়ক।

  1. বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা।
  2. অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা।
  3. যোগ্যতা: উচ্চমাধ্যমিকে ৮৫% বা তার বেশি নম্বর, এবং বার্ষিক আয় ৩ লক্ষ টাকার নিচে হলে আবেদন করা যাবে।

৫) টাটা স্কলারশিপ (Tata Scholarship)

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য টাটা ট্রাস্টের এই স্কলারশিপে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

  1. স্কলারশিপ পরিমাণ: ১০,০০০ – ১২,০০০ টাকা।
  2. যোগ্যতা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০%-এর বেশি নম্বর, এবং বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম

1 thought on “HS Pass Scholarship 2025: উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য সেরা ৫টি স্কলারশিপ! আবেদন করলেই মিলবে ১৫,০০০ টাকা পর্যন্ত।”

Leave a Comment