Kotak Kanya Scholarship 2025: পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিপুল সংখ্যক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলেই তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অনেকেই উচ্চশিক্ষার স্বপ্ন লালন করলেও, আর্থিক সীমাবদ্ধতার কারণে সে স্বপ্ন অনেক সময় অপূর্ণ থেকে যায়। ঠিক এই কারণেই রাজ্য এবং দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।
এসব স্কলারশিপের মাধ্যমে মাসিক বা বাৎসরিক আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা পড়াশোনার খরচ বহনে সহায়ক হয়। আজকের প্রতিবেদনে আমরা এমনই একটি বেসরকারি উদ্যোগ ‘কোটাক কন্যা স্কলারশিপ’-এর বিস্তারিত তুলে ধরেছি।
কোটাক কন্যা স্কলারশিপ কী?
মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের লক্ষ্যে কোটাক মাহিন্দ্রা গ্রুপ এবং কোটাক এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয় Kotak Kanya Scholarship 2025। এই স্কলারশিপটি মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী কন্যাদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে বহু ছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে নিজেদের শিক্ষা ও ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পেরেছেন।
Read More: মিসলেনিয়াস ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতির গাইডলাইন এক নজরে।
বৃত্তির পরিমাণ (Kotak Kanya Scholarship 2025)
এই স্কলারশিপে নির্বাচিত ছাত্রীদের প্রতি বছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়। কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাওয়া যায়। ছাত্রীদের কোন কোর্সে ভর্তি হয়েছেন তার উপর নির্ভর করেই এই অর্থ বরাদ্দ হয়। পেশাগত কোর্সে (যেমন: ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, এলএলবি ইত্যাদি) ভর্তি হওয়া ছাত্রীদের জন্য এই স্কলারশিপ বিশেষভাবে সহায়ক।
আবেদন যোগ্যতা
Kotak Kanya Scholarship 2025-এর জন্য আবেদন করতে হলে নিচের শর্তগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারী অবশ্যই পরিবারের কন্যা সন্তান হতে হবে।
- উচ্চমাধ্যমিকে অন্তত ৮৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- উচ্চমাধ্যমিকের পর কোনও প্রফেশনাল কোর্সে (ইঞ্জিনিয়ারিং, এলএলবি, এমবিবিএস ইত্যাদি) ভর্তি হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
How To Apply For Kotak Kanya Scholarship 2025?
আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে অনলাইনেই জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর আধার কার্ড
- উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- পেশাগত কোর্সে ভর্তি হওয়ার রশিদ ও অন্যান্য প্রমাণ
- পরিবারের আয়ের প্রমাণ
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
বৃত্তি প্রদানের পদ্ধতি
আবেদন জমা পড়ার পর প্রাপ্ত নম্বর ও আর্থিক পরিস্থিতির ভিত্তিতে একটি মেধা তালিকা (Merit List) প্রস্তুত করা হয়। এরপর দুই দফায় ইন্টারভিউ নেওয়া হয়। শেষে একটি ফাইনাল মেধা তালিকা প্রকাশ করা হয় ও নির্বাচিত পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা জমা পড়ে।
ইচ্ছুক ছাত্রীদের জন্য এই স্কলারশিপ একটি দুর্দান্ত সুযোগ। যারা উচ্চশিক্ষা pursuing করছেন অথচ আর্থিক সমস্যা মোকাবিলা করছেন, তাঁদের জন্য Kotak Kanya Scholarship 2025 হতে পারে স্বপ্নপূরণের এক গুরুত্বপূর্ণ সেতু।

1 thought on “Kotak Kanya Scholarship 2025: উচ্চমাধ্যমিক পাশে কোটাক কন্যা স্কলারশিপে আবেদন, বার্ষিক বৃত্তি পাবেন ১.৫ লক্ষ টাকা।”