CBSE Board 10th Exam: মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন বদল আনল CBSE। এবার থেকে একই বছরে দুবার পরীক্ষার সুযোগ থাকবে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য। অর্থাৎ, প্রথম পরীক্ষার ফলাফল আশানুরূপ না হলে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভালো ফল করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই নতুন নিয়ম ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা থেকে কার্যকর হবে। ছাত্রছাত্রীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
CBSE Board 10th Exam Rule
CBSE বোর্ড দশম শ্রেণীর পরীক্ষায় বড় ঘোষণা করেছে। বোর্ড জানিয়েছে, এখন থেকে এক বছরের মধ্যে দুবার পরীক্ষা নেওয়া হবে। তাহলে কি একই পরীক্ষা দুবার দিতে হবে? না, এটি বাধ্যতামূলক নয়। মূলত ছাত্রছাত্রীদের একাডেমিক উন্নতি ও ভালো ফলাফলের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে, আর দ্বিতীয় সুযোগ থাকবে মে মাসে।
Read More: জুলাই মাসে রাজ্যের স্কুলে টানা ছুটি! কী কারণে এই সিদ্ধান্ত? জানুন বিস্তারিত।
CBSE দশম পরীক্ষার নিয়মে বদল
দশম শ্রেণীর পরীক্ষায় এবারে ঐতিহাসিক পরিবর্তন আনল CBSE। বোর্ড জানিয়েছে, প্রথম পরীক্ষাটি সবার জন্য বাধ্যতামূলক (CBSE Board 10th Exam) এবং এতে পাস করলেই কেবল দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ মিলবে। তবে দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয় , এটি একেবারে ঐচ্ছিক। ছাত্রছাত্রীরা চাইলে মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভালো নম্বর অর্জনের সুযোগ নিতে পারেন।
কেন দ্বিতীয়বার পরীক্ষার আয়োজন করবে বোর্ড?
যেসব ছাত্রছাত্রী প্রথম পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নন, তারা দ্বিতীয়বার সুযোগ পাবেন ভালো নম্বরের জন্য। তবে দ্বিতীয় পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। সর্বাধিক তিনটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ, যেখানে ফল খারাপ হয়েছে, সেই তিনটি বিষয়ে আবার বসতে পারবেন পরীক্ষায়।
কেন এমন সিদ্ধান্ত? (CBSE Board 10th Exam)
CBSE বোর্ডের দাবি, এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের মানসিক চাপ অনেকটাই কমবে এবং তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অবশ্যই একবারই হবে এবং সেটি প্রথম পরীক্ষার আগে নেওয়া হবে। বোর্ডের মতে, ২০২৬ সাল থেকে কার্যকর হওয়া এই নিয়ম শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক মোড় পরিবর্তন আনবে।