EPFO Update 2025: এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO -র পক্ষ থেকে দুর্দান্ত প্রকল্প শুরু করা হয়েছে। যেখানে একেবারে সাত লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা লাভ করতে পারেন উপভোক্তারা। এই দুর্দান্ত পরিষেবায় সংযুক্ত হওয়ার নতুন উপভোক্তাদেরও সমপরিমাণে সুবিধা প্রদান করতে চলেছে EPFO।
সাধারণত ভারতবর্ষের EPFO -এর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাকরিজীবী মানুষদের বীমা সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। তবে সম্প্রতি একটি দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে সরাসরি ৭ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে উপভোক্তার ব্যাংক একাউন্টে। এই প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর অবশ্যই মিলবে আজকের প্রতিবেদনে।
Read More: SBI চালু করল মহিলাদের জন্য সেরা স্কিম! এখন ঘরে বসেই পাবেন মোটা অঙ্কের লোন।
EPFO এর মাধ্যমে ৭ লক্ষ টাকার আর্থিক সুরক্ষা
কেন্দ্রীয় সরকারি দপ্তর এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে এতদিন পর্যন্ত দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছেন এমন প্রার্থীদের বীমা সুরক্ষা প্রদান করা হত। মূলত যে সমস্ত চাকরিজীবীরা কর্মরত অবস্থায় স্বর্গলোকে গমন করেন, তাদের পরিবার বা ব্যক্তির মনোনীত করে দেওয়া সদস্যকে EPFO -র পক্ষ থেকে মোটা অংকের অর্থ প্রদান করা হয়। এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের বেশ কিছুটা উপকার হয়ে থাকে।
মূলত এই পরিষেবার মাধ্যমে (EPFO Update 2025) চাকরিজীবীর বেতন কাঠামো অনুসারে ২.৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকার মধ্যে বীমা সুরক্ষা প্রদান করা হতো। কর্মীর মৃত্যুর বিগত ১২ মাছের বেতনের উপর নির্ভর করেই এই বীমার অংক নির্ধারিত হয়ে থাকে। সম্প্রতি এই পরিষভায় বেশ কিছু পরিবর্তন এবং অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করতে চলেছে EPFO।
EPFO বীমা পরিষেবার সুযোগ সুবিধা
১) এতদিন পর্যন্ত এই প্রকল্পের (EPFO Update 2025) মাধ্যমে বহুদিন ধরে অর্থ সঞ্চয় করছেন এমন ব্যক্তিদের পরিবারকে বীমা সুরক্ষা প্রদান করা হতো। এর ফলে নতুন সদস্যদের মৃত্যুর পরেও এই প্রকল্পের মাধ্যমে কোন অর্থ পেতেন না তার পরিবাররা। তবে বর্তমানে এই নিয়মের অবসান ঘটিয়ে নতুন সদস্যদের পরিবারকেও সদস্যের মৃত্যুর পরে ৫০,০০০ টাকার বীমা সুরক্ষা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২) EPFO -র পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে দেরি করে অর্থ পরিশোধ করার জরিমানা বর্তমানে কমিয়ে প্রতিমাসে এক শতাংশ করা হয়েছে।
৩) EPFO EPF সঞ্চয়ের উপর বার্ষিক ৮.২৫% সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
EPFO -র বিভিন্ন পরিষেবার এই দুর্দান্ত পরিবর্তনে সদস্য থেকে শুরু করে তার পরিবাররা সকলেই অত্যন্ত পরিমাণে খুশি হয়েছেন। এই নতুন আপডেটের মাধ্যমে যেমন নতুন সদস্য কিংবা চাকরির পরিবর্তনকারী ব্যক্তিরা সুবিধা লাভ করবেন তেমনই দেরিতে PF শোধ করছেন, এমন কর্মীরাও যথেষ্ট পরিমাণে উপকৃত হতে চলেছেন।