PAN Card 2.0: বাড়িতে বসেই মাত্র ৫০ টাকা দিয়ে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড ২.০! নিয়ম না মানলেই বিপদ।

PAN Card 2.0: ব্যাংকিং কাজ বলুন বা কোনো আর্থিক লেনদেন, প্যান কার্ড আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে আপনি কি জানেন যে, পুরনো প্যান কার্ডের ফাঁকফোকরে অনেকেই ভুয়ো ঋণ বা জালিয়াতি ঘটাচ্ছে? আর এ কারণেই সরকার এনেছে PAN Card 2.0, যা আগের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং সুরক্ষার দিক থেকে নজর কাড়বে।

কেন দরকার PAN Card 2.0 র?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পুরনো প্যান কার্ডের তথ্য ব্যবহার করে খুব সহজেই ভুয়ো ঋণ বা ক্রেডিট কার্ড নিয়েছিল প্রতারকরা। কিন্তু নতুন এই PAN Card 2.0-তে রয়েছে এমন সব সিকিউরিটি ফিচার, যা এই সমস্ত প্রতারণা রোধ করতে সাহায্য করবে। ফলে মাত্র ৫০ টাকা খরচ করে আপনি বড়সড় আর্থিক প্রতারণা থেকে মুক্তি পেতে পারেন।

Read More: HAL সংস্থায় ১৯৫টি শুন্য পদে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ! ন্যূনতম বয়স সীমা ১৮ বছর।

কীভাবে পাবেন এই নতুন প্যান কার্ড?

বাড়িতে বসেই আপনি এই নতুন PAN Card 2.0 এর জন্য আবেদন করতে পারবেন। শুধু আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  • এরপর যদি আপনার প্যান কার্ড থেকে থাকে, তাহলে ‘Reprint of Pan Card’ অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ এবং জন্ম সাল ইনপুট করুন। 
  • এরপর সমস্ত শর্তাবলী মেনে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
  • এবার মাত্র ৫০ টাকা ফি জমা দিন এবং কয়েকদিনের মধ্যেই আপনার নতুন প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। 

কী রয়েছে এই নতুন প্যান কার্ডে?

PAN Card 2.0 -এর ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার। এতে রয়েছে লেজার প্রিন্টেড কিউআর কোড। যার মাধ্যমে আপনার নাম, জন্ম তারিখ, প্যান নম্বর, ছবি সমস্ত কিছুই এনক্রিপটেড ফরম্যাটে থাকবে।

এমনকি এই কিউআর কোড স্ক্যান করলে সমস্ত তথ্য এক মুহূর্ত যাচাই করা হয়ে যাবে। ফলে জালিয়াতির আর কোনোরকম সুযোগ থাকবে না। এমনকি আপনি চাইলে এই প্যান কার্ডের সফট কপিও ডাউনলোড করে রাখতে পারেন।

তাই আজকের ডিজিটাল যুগে নিরাপত্তা যখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন পুরনো প্যান কার্ড দিয়ে জালিয়াতির স্বীকার হচ্ছে বহু মানুষ। আর সেই জালিয়াতি রোধ করতেই সরকার প্যান কার্ড ২.০ চালু করেছে, যার মাধ্যমে সুরক্ষিত থাকবে প্রত্যেক গ্রাহক। তাই আপনি যদি প্যান কার্ড ২.০ না বানিয়ে থাকেন, তাহলে আজই আবেদন করুন এবং বানিয়ে ফেলুন এই অত্যাধুনিক প্যান কার্ড। 

Important Links

PAN Card 2.0Click Here

1 thought on “PAN Card 2.0: বাড়িতে বসেই মাত্র ৫০ টাকা দিয়ে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড ২.০! নিয়ম না মানলেই বিপদ।”

Leave a Comment