Ration Update 2025: ভারতীয় রেশন ব্যবস্থা আছে চলেছে বিরাট পরিবর্তন! ভারতবর্ষের মানুষদের বিশেষত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে খাদ্য সুরক্ষা প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখা হয়েছে।
এই রেশন ব্যবস্থার মাধ্যমে দৈনন্দিন জীবনের খাদ্যদ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। মূলত কেন্দ্রীয় সরকারের আওতায় এই রেশন প্রকল্প থাকলেও রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ করার দায়িত্বভার বহন করা হয়।
সম্প্রতি রেশনের মাধ্যমে (Ration Update 2025) খাদ্যদ্রব্যের বিতরণ বন্ধ করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হলো? কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে? কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার? জানার জন্য অবশ্যই পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
Read More: সরকারের বড় সিদ্ধান্ত! এবার থেকে আধার কার্ড বানাতে হলে বাধ্যতামূলক লাগবে এই নথি।
বিনামূল্যে রেশন পরিষেবা (Ration Update 2025)
দিনে দিনে যেভাবে ভারতীয় বাজারে মূল্য বৃদ্ধি ঘটছে, সেখানে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির জীবন যাপন অসম্ভব কষ্টকর হয়ে উঠেছে। এই সময়ে কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বিনামূল্যে রেশন পরিষেবা ভারতবাসীকে বেশ খানিকটা চিন্তামুক্ত রাখতে পেরেছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্ডধারী মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের অর্থনৈতিক পরিকাঠামো অনুসারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্যের সুবিধা পেয়ে থাকেন।
তবে সম্প্রতি রেশন ব্যবস্থায় (Ration Update 2025) নতুন মোড় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য প্রদানের পুরনো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের নগদ টাকা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
রেশন ব্যবস্থায় পরিবর্তন আনার কারণ
সম্প্রতি রেশন ব্যবস্থা ঘিরে একাধিক জালিয়াতি এবং দুর্নীতির খবর উঠে আসছে। এই সমস্ত দুর্নীতির কারণে সঠিক উপভোক্তার সুবিধাগুলি লুটে নিচ্ছে অসাধু ব্যক্তিরা। এই জালিয়াতি বন্ধ করার উদ্দেশ্যেই লেসন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে উপভোক্তাদের নামের ব্যাংক একাউন্টে সরাসরি পর্যাপ্ত আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য মন্ত্রীর বক্তব্য
এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন যে, এখনো পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনরকম সিদ্ধান্ত জানানো হয়নি রাজ্য সরকারকে। এর পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকেও এমন কোন আভাস পাওয়া যায়নি। তবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই-কেওয়াইসির পাশাপাশি উপভোক্তাদের ব্যাংক একাউন্ট লিংক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।