RBI Big Update 2025: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দাবি করছেন যে, ৫০০ টাকার নোট নাকি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। পোস্টে এমনও বলা হয়েছে যে, আগামী দিনে ৯০ শতাংশ এটিএম থেকে শুধুমাত্র ১০০ টাকা ২০০ টাকার নোট পাওয়া যাবে।
এমনকি পোস্টের সঙ্গে সংযুক্ত একটি স্ক্রিনশটের মাধ্যমে বিশ্বাসযোগ্যতার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আসলে কি সত্যিই ৫০০ টাকার নোট বাতিল হচ্ছে? নাকি এটি সম্পূর্ণ গুজব? চলুন দেখে নেওয়া যাক।
ভাইরাল পোস্ট কী বলা হয়েছে?
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X-এ ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক নাকি অন্যান্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, এটিএমগুলিতে ১০০ টাকা এবং ২০০ টাকা নোটের পরিমাণ বাড়াতে হবে। আর এই দাবির সূত্র ধরে অনেকেই বলছেন যে, ৫০০ টাকার নোট নাকি বাতিল করে দেওয়া হচ্ছে।
Read More: এলপিজি কানেকশন নিয়ে বড়সড় পরিবর্তন! ১০মে থেকে আসছে নতুন আপডেট।
রিজার্ভ ব্যাংক কী বলছে?
আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI Big Update 2025) সত্যিই এমন একটি নির্দেশিকা জারি করেছিল ব্যাংকগুলির উদ্দেশ্যে। তবে সেই নির্দেশিকায় ৫০০ টাকার নোট বাতিলের কোনোরকম সিদ্ধান্ত নেই। হ্যাঁ, আরবিআই শুধুমাত্র ব্যাংকগুলোকে বলেছিল, যাতে জনগণের সুবিধার জন্য এটিএম-এ পর্যাপ্ত পরিমাণে ১০০ টাকা ও ২০০ টাকার নোট থাকে এবং সাধারণ মানুষকে লেনদেনে কোনরকম সমস্যায় না পড়তে হয়।
কেন এই নির্দেশিকা? (RBI Big Update 2025)
আসলে এটিএম থেকে যখনই আমরা টাকা তুলতে যাই, তখন ৫০০ টাকার নোট বের হয়। আর এগুলো খুচরো করতে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। ছোট দোকান বা বাজার বা রাস্তায় অনেকেই বড় নোটের বদলে ছোট নোট দিতে পারেনা। তার ফলে লেনদেনের সমস্যা দেখা যায়। আর এই সমস্যার সমাধান করতে ছোট ছোট নোটের সরবরাহ বৃদ্ধি করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। আর এজন্যই এটিএম-এ ১০০ ও ২০০ টাকার নোটের যোগান বাড়ানোর কথা বলা হয়েছে।
তাহলে ৫০০ টাকার নোট উঠে যাচ্ছে?
না, ৫০০ টাকার নোট বাতিলের কোনরকম সিদ্ধান্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক নেয়নি। ৫০০ টাকার নোট আগেও যেমন চলছিল, এখনো সেভাবেই চালু থাকবে। এমনকি ভবিষ্যতেও চালু থাকবে। আর ভাইরাল পোস্টে যে সমস্ত কথা বলা হয়েছে, সেগুলি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। রিজার্ভ ব্যাংকের আসল নির্দেশনার সঙ্গে কোনরকম সম্পর্ক নেই।
