School Holidays in July 2025: জুলাইয়ের শুরুতেই রাজ্যের স্কুলে টানা ১২ দিনের ছুটি! কোন কোন দিনে বন্ধ থাকবে?

School Holidays in July 2025: জুলাই মাসের শুরুতেই রাজ্যের বিদ্যালয়গুলিতে একটানা ছুটির পালা শুরু হতে চলেছে। একসাথে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের মাসেই তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিল গোটা রাজ্য, তাই দীর্ঘ গ্রীষ্মের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্য প্রবেশ করেছে বর্ষার মরশুমে। তবে বর্ষাকালে ঘন মেঘ আর টানা বৃষ্টির কারণে বহু সময়েই স্কুল খোলা থাকলেও যাতায়াত করা দুষ্কর হয়ে ওঠে।

এতে সমস্যায় পড়েন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সেই কারণে জুলাই মাসে একসাথে একাধিক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কী কী কারণে মিলছে এই ছুটি? বিস্তারিত জানতে পড়ে ফেলুন আজকের পুরো প্রতিবেদনটি।

Read More: উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের তারিখ বদলালো সংসদ! কবে থেকে শুরু হচ্ছে? জেনে নিন বিস্তারিত

School Holidays in July 2025

গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর জুন মাসে শনি ও রবিবার ছাড়া তেমন কোনও ছুটি মেলেনি রাজ্যের ছাত্রছাত্রী ও সরকারি কর্মচারীদের। তবে জুলাই মাসে সবার জন্যই অপেক্ষা করছে একগুচ্ছ ছুটি। এই মাসে একটানা ১২ দিন পর্যন্ত ছুটি পাবেন ছাত্রছাত্রীরা। এখন প্রশ্ন হচ্ছে, এক মাসে এতগুলি ছুটি কীভাবে সম্ভব? আসলে জুলাই মাস জুড়ে পরপর একাধিক উৎসব রয়েছে।

সেই উৎসবগুলির জন্য রাজ্যের বহু বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সরকারি বিদ্যালয়ই নয়, বেসরকারি বিদ্যালয়গুলোকেও এই ছুটিতে শামিল হতে বলা হয়েছে। এমন কিছু দিন রয়েছে যখন শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বহু বিদ্যালয় ছুটি থাকবে।

কোন কোন দিনে বিদ্যালয় বন্ধ থাকবে?

জুলাই মাসের ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ (School Holidays in July 2025) থাকবে। এই চারটি দিন রবিবার, ফলে দেশের প্রায় সব সরকারি-বেসরকারি বিদ্যালয়, অফিস, আদালতও বন্ধ থাকে। প্রতি মাসেই রবিবারের ছুটি থাকে, তবে এবার রবিবারের পাশাপাশি আরও একাধিক ছুটি রয়েছে।

উদাহরণস্বরূপ, ৩ জুলাই ত্রিপুরা রাজ্যে রয়েছে খারছি পুজোর ছুটি, ফলে সেদিন ত্রিপুরার বিদ্যালয়গুলি বন্ধ ছিল। ৫ জুলাই শনিবার হওয়ায় পশ্চিমবঙ্গের কিছু স্কুলেও ছুটি ছিল। একই দিনে হরগোবিন্দের জন্মদিন উপলক্ষে জম্মু-কাশ্মীরের সব বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এর পর ৬ তারিখ রবিবার আর ৭ জুলাই মহরমের ছুটি, ফলে সেদিনও সমগ্র বাংলার বিদ্যালয় বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে কত দিন ছুটি থাকবে?

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে জুলাই মাসে (School Holidays in July 2025) প্রায় ৬-৭ দিন ছুটি থাকবে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসবের কারণে আলাদা আলাদা দিনে ছুটি পড়ছে, ফলে সংশ্লিষ্ট রাজ্যের স্কুল, কলেজ ও সরকারি অফিসও সেসব দিনে বন্ধ থাকবে।

School Holidays in July 2025

1 thought on “School Holidays in July 2025: জুলাইয়ের শুরুতেই রাজ্যের স্কুলে টানা ১২ দিনের ছুটি! কোন কোন দিনে বন্ধ থাকবে?”

Leave a Comment