WB College Admission 2025: এক মাস অতিক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর। ৭ই মে, ২০২৫ তারিখে সরকারি বিদ্যালয়গুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত রাজ্যের কোনও কলেজে ভর্তি নিতে পারেনি ছাত্র-ছাত্রীরা।
প্রতিবছর ফলাফল প্রকাশের পরপরই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হলেও, এ বছর উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এখনো খোলা হয়নি কলেজ এডমিশন পোর্টাল। এই অনিশ্চয়তার মধ্যে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, কবে থেকে সরকারি কলেজগুলিতে ভর্তি পোর্টাল চালু হবে (WB College Admission 2025) , সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
Read More: পশ্চিমবঙ্গে শিক্ষক সংকটে ক্লাস্টার মডেল চালু, উচ্চমাধ্যমিকে ঘাটতি মেটাতে উদ্যোগ সংসদের।
শিক্ষামন্ত্রীর দাবি, কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও রকম দেরি হচ্ছে না। যদিও গত এক মাসে বেশ কয়েকটি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বেসরকারি ও সংখ্যালঘু কলেজগুলির পোর্টাল চালু হয়ে যাওয়ায় সরকারি কলেজগুলির ভর্তির বিষয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গিয়েছিল। অনেকেই দিন গুনছিলেন, কবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পোর্টাল খুলবে।
মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্ক এবং তার সংশোধনের কাজ চলার জন্যই ২০২৫ সালের কলেজ ভর্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যা অনেকটাই মিটে গেছে। সংশোধিত ওবিসি সংরক্ষণ নিয়ম অনুযায়ী এই বছর থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। খুব শীঘ্রই বিধানসভায় এই নতুন তালিকা উপস্থাপন করা হবে এবং অনুমোদন মিললেই শুরু হবে অনলাইন ভর্তি প্রক্রিয়া।
WB College Admission 2025
শিক্ষামন্ত্রী আরও জানান, গত বছর ১৯শে জুন থেকে অনলাইন ভর্তি পোর্টাল (WB College Admission 2025) চালু হয়েছিল। সেই হিসেবে এখনও দেরি হয়নি বলেই মনে করেন তিনি। বরং এই বছর তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যেসব কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি দ্রুত সম্পন্ন করে আগামী সাত দিনের মধ্যেই পোর্টাল চালু হয়ে যাবে। পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন তিনি।
তবে, কলেজ কর্তৃপক্ষের একাংশের আশঙ্কা, গত বছরের মতো এ বছরও যদি দেরিতে পোর্টাল খোলা হয়, তবে অনেক আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শিক্ষামন্ত্রী এই আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে জানিয়েছেন, পোর্টাল প্রায় প্রস্তুত এবং এখন শুধুমাত্র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।