WB HS Semester Update 2025: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে চলেছে। তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশের আগেই ছাত্রছাত্রীরা জানতে পারবে নিজেদের প্রাপ্ত নম্বর! ২০২৫ সালের তৃতীয় সেমিস্টার (WB HS Semester Update 2025) শুরুর আগেই সংসদের তরফে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যেখানে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে অংশ নিতে হবে। পরীক্ষাটি হবে সম্পূর্ণ OMR ভিত্তিক ও MCQ ফর্ম্যাটে, মোট নম্বর ৩৫। তবে এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে তাদের প্রাপ্ত নম্বর ও উত্তরপত্র। সংসদ জানিয়েছে, WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীদের উত্তরপত্র প্রকাশ করা হবে।
এই সিদ্ধান্তের পেছনে কারণ কী?
মূলত স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের তথ্য জানার অধিকার (RTI) বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে পরীক্ষার ফলাফলে সন্দেহ বা বিভ্রান্তির অবকাশ কমে যাবে।
Read More: প্রযুক্তির মাধ্যমে সরকারী কর্মচারীদের ডিএ মেটাতে উদ্যোগ নবান্নের! কর্মচারী পিছু কত বকেয়া ডিএ?
চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে? (WB HS Semester Update 2025)
আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দু’টি প্রস্তাব রাখা হয়েছে-
- প্রতিটি পরীক্ষার্থীর হাতে তাদের OMR শিটের একটি কার্বন কপি তুলে দেওয়া হবে।
- রেজাল্ট প্রকাশের আগেই, নির্দিষ্ট সময়ে সংসদের ওয়েবসাইটে OMR শিট ও মূল্যায়িত উত্তরপত্র আপলোড করা হবে।
কীভাবে ছাত্রছাত্রীরা উত্তরপত্র দেখতে পাবে?
WBCHSE ছাত্রছাত্রীদের জন্য একটি করে আইডি ও পাসওয়ার্ড প্রদান করবে, যার মাধ্যমে তারা ওয়েবসাইটে লগইন করে নিজের উত্তরপত্র এবং সঠিক উত্তর মিলিয়ে দেখতে পারবে। এর ফলে রেজাল্ট আসার আগেই তারা জানতে পারবে নিজেদের সম্ভাব্য নম্বর।
বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মোট চারটি সেমিস্টারের ব্যবস্থা চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় সেমিস্টার এবং ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা।
এই উদ্যোগ একদিকে যেমন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে, অন্যদিকে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসও জোগাবে পরীক্ষার ফলাফল নিয়ে।