WBCHSE New Cluster Rule 2025: পশ্চিমবঙ্গে শিক্ষক সংকটে ক্লাস্টার মডেল চালু, উচ্চমাধ্যমিকে ঘাটতি মেটাতে উদ্যোগ সংসদের।

WBCHSE New Cluster Rule 2025: ২০১৬ সালের পর পশ্চিমবঙ্গে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ কার্যত বন্ধ। চলমান SSC দুর্নীতি মামলার জেরে একদিকে চাকরিপ্রার্থীরা ভোগান্তির শিকার, অন্যদিকে বিদ্যালয়গুলিও শিক্ষকসংকটে নাজেহাল। যদিও বর্তমানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে তা ঘিরেও সৃষ্টি হয়েছে নানা জটিলতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের আগে নতুন নিয়োগ কার্যকর করা সম্ভব নয় বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

WBCHSE New Cluster Rule 2025

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে—‘ক্লাস্টার মডেল’। মূলত বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি পূরণের লক্ষ্যে এই মডেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর ৭০০২টি স্কুলে শিক্ষক স্বল্পতা তীব্র হয়েছে। এই ঘাটতি বিশেষত উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষায় সমস্যার সৃষ্টি করছে।

Read More: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল! কীভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন।

ক্লাস্টার মডেলের রূপরেখা

এই মডেলের (WBCHSE New Cluster Rule 2025) আওতায় একাধিক বিদ্যালয়কে একটি কেন্দ্রিক হাব স্কুলের সঙ্গে যুক্ত করা হবে। এলাকাভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা ওই অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ে ঘুরিয়ে-ফিরিয়ে পাঠদান করবেন। এতে প্রতি ১০ জন ছাত্রছাত্রীর জন্য ১ জন শিক্ষকের সরকারি অনুপাত রক্ষা করা সহজ হবে। এমনকি প্রয়োজনে একটি স্কুলের ছাত্রসংখ্যা কম হলে, পাশের স্কুল থেকে ছাত্রছাত্রী এনে সম্মিলিতভাবে পাঠদান চালানো হবে।

এই উদ্যোগের পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ৭০০০-এরও বেশি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট ৪৯টি বিষয় পড়ানো হয়। কিন্তু শিক্ষকস্বল্পতার কারণে বিষয়ভিত্তিক পাঠদান মার খাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতেই সংসদ এই ক্লাস্টার মডেলকে কার্যকর করার পথে এগোচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এবং একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শুরু হওয়ার আগেই এই মডেল চালু করার পরিকল্পনা রয়েছে।

কোন জেলাগুলিতে প্রাথমিক বাস্তবায়ন?

এই মডেলের আওতায় জেলা অনুযায়ী এডুকেশন সাব-ডিভিশন গঠন করা হবে। একটি সাব-ডিভিশনে সর্বাধিক ৩০টি নিকটবর্তী বিদ্যালয় অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যে কলকাতা, ব্যারাকপুর, দমদম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটি হাব স্কুলের অধীনে সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে অবস্থিত সর্বাধিক সাতটি বিদ্যালয়কে যুক্ত করা হবে।

কলা বিভাগে চাপ, শিক্ষক ঘাটতি স্পষ্ট

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের তুলনায় কলা বিভাগে ভর্তি সংখ্যা অনেক বেশি। ফলে কলা বিভাগের উপরে বাড়তি চাপ পড়েছে। শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় এই চাপে আরও ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি মেটাতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটাতে তৎপর হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

WBCHSE New Cluster Rule 2025

🌐 Official WebsiteClick Here

Leave a Comment