WBCS Result 2022: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল! কীভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন।

WBCS Result 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে অবশেষে প্রকাশিত হলো ২০২২ সালের WBCS পরীক্ষার চূড়ান্ত ফলাফল। আজ, ৫ই জুন ২০২৫—কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কৃতি প্রার্থীদের নামের তালিকা। যাঁরা ২০২২ সালে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলেন, তাঁরা সহজেই অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন। কমিশনের তরফে প্রকাশিত এই ফলাফলে উল্লেখযোগ্য সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

পরীক্ষা থেকে ফলাফল পর্যন্ত সময়রেখা (WBCS Result 2022)

২০২২ সালের ১৯ জুন অনুষ্ঠিত হয়েছিল WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা। যদিও ফল প্রকাশে কিছু বিলম্ব হয়, তবু পরবর্তী ধাপে মেন পরীক্ষার জন্য ৫৪৯৬ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। এরপর ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকা হয় এবং দীর্ঘ প্রায় তিন বছর পর, ৫ই জুন ২০২৫ তারিখে প্রকাশিত হলো WBCS 2022 পরীক্ষার চূড়ান্ত ফলাফল।

Read More: প্রচণ্ড গরমের কারণে বদলানো হল বিদ্যালয়ের সময়সূচী! বিস্তারিত তথ্য জেনে নিন।

গ্রুপভিত্তিক ফলাফল প্রকাশ (WBCS Result 2022)

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, WBCS গ্রুপ A পদের জন্য মোট ১৫৩ জন প্রার্থীর নাম তালিকাভুক্ত হয়েছে। গ্রুপ B পদের জন্য নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৫ জন। একইসাথে প্রকাশিত হয়েছে প্রতিটি ক্যাটাগরির প্রাপ্য নম্বরও। নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই ফলাফল দেখতে ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

কীভাবে দেখবেন WBCS Result 2022?

  1. প্রথমে wbpsc.gov.in ওয়েবসাইটে যান (মোবাইল/কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন)।
  2. সাইটে প্রবেশ করার পর ‘Result’ বিভাগে ক্লিক করুন।
  3. এরপর নিচের দুটি লিংকে ক্লিক করতে হবে-
    • WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION, 2022 – GR.A SERVICES (ADVT. NO.02/2022)
    • WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION, 2022 – GR.B SERVICE (ADVT. NO.02/2022)
  4. লিংকে ক্লিক করার পর প্রার্থীরা সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং এডমিট কার্ডে থাকা রোল নম্বর অনুসারে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন।

যদি উপরের ধাপগুলি অনুসরণ করতে কোনো অসুবিধা হয়, তবে সরাসরি নিচের লিঙ্কে ক্লিক করে WBPSC-এর রেজাল্ট সেকশনে চলে যেতে পারেন।

WBCS Result 2022 (Final): Click Here

Leave a Comment