জেলা ভিত্তিক স্বাস্থ্য দপ্তরে প্রচুর নিয়োগ চলছে (West Bengal Health Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

West Bengal Health Recruitment 2023: যারা স্বাস্থ্য দপ্তরের অধীনে ভালো একটি চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য ভালো খবর। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনিও কি ভালো একটি চাকরির আশায় রয়েছেন তাহলে আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আপনাকে জানাবো। স্বাস্থ্য দপ্তরের অধীনে এই পথগুলিতে আবেদন করলে মোটা টাকা বেতন সহ অন্যান্য বিভিন্ন সুবিধা পাবেন চলুন এই পদের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ওই চুপ প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। যারা আবেদন করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আবেদন করে ফেলুন কারণ সময় খুব সীমিত। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম (Name of the Post)

The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের ১৩টি ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব দাঁতগুলিতে কর্মী নিয়োগ করা হবে নিম্নে সেইগুলির নাম উল্লেখ করা হলো-

  1. Block Epidemiologist
  2. Block public Health manager
  3. Laboratory technician
  4. Block Data manager
  5. Medical officer (specialist-medicine)
  6. Medical officer (specialist- paediatrics)
  7. Medical officer (specialist- G&D)
  8. Medical officer (specialist-Opthalmologist)
  9. Staff nurse under polyclinic
  10. Counceller
  11. Medical officer under U-HWC
  12. Staff nurse under U-HWC
  13. Community Health assistant-Urban (Female only)

মোট শূন্যপদ (Total Vacancy)

ক্রমিক নম্বরপদের নাম মোট শূন্য পদ
1Block Epidemiologist০৩
2Block public Health manager০৩
3Laboratory technician০৬
4Block Data manager০৩
5Medical officer (Specialist-Medicine)০২
6Medical officer (Specialist- Paediatrics)০২
7Medical officer (specialist- G&D)০২
8Medical officer (specialist-Opthalmologist)০২
9Staff nurse under polyclinic০২
10Counsellor০২
11Medical officer under U-HWC১৬
12Staff nurse under U-HWC১৭
13Community Health assistant-Urban (Female only)১৮
West Bengal Health Recruitment 2023 notice
West Bengal Health Recruitment 2023 notice
West Bengal Health Recruitment 2023 notice
West Bengal Health Recruitment 2023 notice
West Bengal Health Recruitment 2023 notice

বয়সসীমা ও বেতন (Age Limit& Salary)

স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে পদগুলি রয়েছে সেখানে পদ অনুযায়ী প্রার্থীদের বেতন প্রদান করা হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স সীমা ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নিম্নলিখিত শর্ত অনুযায়ী হতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
ক্রমিক নম্বরপদের নাম বয়সসীমামাসিক বেতন
1Block Epidemiologist২১ থেকে ৪০ বছর৩৫,০০০ টাকা
2Block public Health manager২১ থেকে ৪০ বছর৩৫,০০০ টাকা
3Laboratory technician১৯ থেকে ৪০ বছর২২,০০০ টাকা
4Block Data manager২১ থেকে ৪০ বছর২২,০০০ টাকা
5Medical officer (Specialist-Medicine)২১ থেকে ৬২ বছর৩,০০০ টাকা প্রতি দিন
6Medical officer (Specialist- Paediatrics)২১ থেকে ৬২ বছর৩,০০০ টাকা প্রতি দিন
7Medical officer (specialist- G&D)২১ থেকে ৬২ বছর৩,০০০ টাকা প্রতি দিন
8Medical officer (specialist-Opthalmologist)২১ থেকে ৬২ বছর৩,০০০ টাকা প্রতি দিন
9Staff nurse under polyclinic২১ থেকে ৪০ বছর২৫,০০০ টাকা
10Counsellor২১ থেকে ৪০ বছর২০,০০০ টাকা
11Medical officer under U-HWC১৮ থেকে ৬২ বছর৬০,০০০ টাকা
12Staff nurse under U-HWC২১ থেকে ৪০ বছর২৫,০০০ টাকা
13Community Health assistant-Urban (Female only)২১ থেকে ৪০ বছর১৩,০০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীরা এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে। অন্য কোথাও আবেদন করলে সেটি বাতিল বলে গণ্য করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থীরা এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে। তবে আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হলো। সেখানে গিয়ে ডাইরেক্ট লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন।

আবেদন ফি (Application fees)

স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদন ফ্রি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। ও সংগ্রহীত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০ টাকা লাগবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে নিম্নলিখিত পদ্ধতিতে-

  • Written test
  • Comouter test
  • Interview

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তাই প্রত্যেকটি পদে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

রেজিস্ট্রেশনের শেষ তারিখ১০ ডিসেম্বর ২০২৩ রাত ১২ টা পর্যন্ত
অনলাইনে ফি প্রদান করার শেষ সময়১১ ডিসেম্বর ২০২৩ রাত ১২ টা পর্যন্ত
আবেদন করার শেষ সময়১২ ডিসেম্বর ২০২৩ রাত ১২ টা পর্যন্ত
West Bengal Health Recruitment 2023

আমরা এই প্রতিবেদনে সংশ্লিষ্ট পদের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্যগুলি যুক্ত করেছি। প্রতিবেদনে উল্লেখিত তথ্য ছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে এর জন্য অফিসিয়াল নোটিশটি সম্পূর্ণ পড়ার জন্য বলা হচ্ছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন
অফিসিয়াল নোটিশ👉এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট 👉এখানে দেখুন

FAQ

Q. The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে মোট কতগুলি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: এক্ষেত্রে মোট ১৩ টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে?

Ans: আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

Q. The district Health family welfare samity and office of the chief medical officer of Health, Malda-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার শেষ তারিখ কবে?

Ans: সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার শেষ তারিখ হল ১২ ডিসেম্বর ২০২৩ রাত ১২ টা পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *